তৃতীয় আফগান বোলার হিসেবে মুজিবের হ্যাটট্রিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মুজিব উর রহমান। নিয়ন্ত্রিত স্পিন, ধৈর্য আর ক্ষুরধার বুদ্ধির মেলবন্ধনে তিনি হয়ে উঠলেন আফগানিস্তান ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মুজিব উর রহমান। নিয়ন্ত্রিত স্পিন, ধৈর্য আর ক্ষুরধার বুদ্ধির মেলবন্ধনে তিনি হয়ে উঠলেন আফগানিস্তান ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেলেন।

আফগানিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুজিবের এই ঘূর্ণির শিকার হয় উইন্ডিজ দল। ইনিংসের অষ্টম ও ব্যাক্তিগত তৃতীয় ওভারে বল করতে এসে শেষ দুই বলে দুই উইকেট নেন মুজিব।

পঞ্চম বলে এলবিডব্লিউতে ফেরান ইভিন লুইসকে। পরের বলেই গুগলির ফাঁদে পড়ে শূন্য রানে বোল্ড হন জনসন চার্লস। সেই সুবাদেই তৈরি হয় তাঁর হ্যাটট্রিকের সম্ভাবনা।

পরবর্তীতে ১৬তম ওভারে মুজিবকে আবারও আক্রমণে আনেন রশিদ খান। ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে টাইমিং হারান ব্র্যান্ডন কিং। লং অনে দারবিশ রাসোলির ক্যাচে ৫০ রানে থামে কিং এর ইনিংস। পূর্ণতা পায় মুজিবের হ্যাটট্রিক।

প্রথম আফগান বোলার হিসেবে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন রশিদ খান। জর্জ ডকরেল, গটকাতে ও সিমি সিংকে ফিরিয়ে এই অনন্য কীর্তি গড়েন রশিদ।

পরবর্তী হ্যাটট্রিকটি আসে বাংলাদেশের বিপক্ষে, সিলেটে। ২০২৩ সালে নাটকীয় শেষ ওভারে করিম জানাত তুলে নেন পরপর তিনটি উইকেট। মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ কে ফিরিয়ে নিজের প্রথম ও আফগানিস্তান ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিক করেছিলেন এই আফগান অলরাউন্ডার।

আর তৃতীয় ও সর্বশেষ হ্যাটট্রিকটি এলো আরেক আফগান তারকা মুজিবের হাত ধরে। তাঁর এই কীর্তির দিনে প্রথম দুই ম্যাচের দুইটিতেই জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে রশিদ খানের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাদের এই অর্জন নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস দিবে আফগানিস্তান ক্রিকেট দলকে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link