কোন দলে যাবেন দুই কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজ?

সব মিলিয়ে মিনি নিলামের বিশাল তালিকা যতই বৈচিত্র্যময় হোক, বাংলাদেশের চোখ থাকবে এক জায়গায়—২ কোটি রুপির মূল্যমান নিয়ে কোন দলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান?

আইপিএলের মিনি নিলামে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের জন্য ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।

কিন্তু সেই বিশাল তালিকার মধ্যেও বিশেষভাবে নজর কেড়েছেন বাংলাদেশি দুই তারকা—সাকিব আল হাসান ও মুস্তাফিজ। বিশেষ করে ‘কাটার মাস্টার’ খ্যাত ফিজকে ঘিরে আগ্রহ সবচেয়ে বেশি, কারণ তিনি এবার উঠছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে।

আইপিএলে মুস্তাফিজ সবসময়ই বড় এক নাম। ডেথ ওভারের বোলিং দক্ষতায় তিনি প্রায় অনন্য, বিশেষ করে বাঁহাতি পেসারদের মধ্যে তার মতো কার্যকর বোলার আইপিএলে বিরল। তাই দলগুলো যখন শেষ ওভার সামলানোর জন্য নির্ভরযোগ্য অস্ত্র খোঁজে, মুস্তাফিজ স্বভাবতই পেয়ে যান অগ্রাধিকার। আইপিএলে ৬০ ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৬৫ টি উইকেট, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম মৌসুমেই জিতেছিলেন শিরোপা।

গত আসরে দিল্লী ক্যাপিটালসের হয়ে শেষদিকে বদলি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সুযোগ পেয়েই দেখিয়েছিলেন নিজের জাদুকরী বোলিং, দলে দেরিতে যোগ দেওয়া সত্ত্বেও ছিলেন কার্যকর। তবে বদলি হিসেবে আসায় তাকে ধরে রাখার সুযোগ ছিল না; ফলে এবার তাকে পাওয়া যাবে নিলাম টেবিলে, এবং সেটা সর্বোচ্চ মূল্যমানেই।

নিলামকেন্দ্রিক উত্তেজনা আরও বাড়ছে কারণ এবার শীর্ষ বিদেশি তালিকায় মুস্তাফিজের সঙ্গে আছেন আরও ৪২ জন বড় তারকা—স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, রাচিন রবীন্দ্র, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানার মতো প্রতিষ্ঠিত নামও রয়েছে একই ক্যাটাগরিতে। তবুও ডেথ ওভারের অভিজ্ঞতা ও আইপিএলে ধারাবাহিক প্রভাবের কারণে মুস্তাফিজকে নিয়ে দলগুলোর আগ্রহ নিয়ে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসানও নিলামে নাম দিয়েছেন, ভিত্তিমূল্য ১ কোটি রুপি। অবসর-পরবর্তী সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলায় তিনি আবারও আলোচনায়, এবং পূর্ণ আসরে পাওয়া যাবে বলেই সাকিবকে নিয়েও দলগুলোর আগ্রহ বাড়তে পারে। যদিও, তাঁর দল পাওয়ার নিশ্চয়তা এবার একেবারেই নেই।

সব মিলিয়ে মিনি নিলামের বিশাল তালিকা যতই বৈচিত্র্যময় হোক, বাংলাদেশের চোখ থাকবে এক জায়গায়—২ কোটি রুপির মূল্যমান নিয়ে কোন দলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান? আইপিএলের ডেথ ওভার-নির্ভর ব্যাটিং যুগে তিনি যে দলের বড় সম্পদ হতে পারেন, সেটা আবারও প্রমাণ করার অপেক্ষায় রবে পুরো ক্রিকেটবিশ্ব।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link