শেষ ওভারে মুস্তাফিজুর রহমান রান দিলেন দশ, উইকেটও নিলেন তিনি। এর আগের ওভারে মোহিত শর্মার খরচা ২২ রান। ঘোষণা দিয়েও একই রকম ভুল আবার করল দিল্লি ক্যাপিটালস। দলের সেরা বোলারকে যে ১৯তম ওভারটা দিতে হয়, সেটা তো এক অঘোষিত নিয়ম। আর দলের সাথে যুক্ত হওয়ার পর থেকেই যে মুস্তাফিজ দিল্লির সেরা বোলার, সেটা তো পরিসংখ্যানই বলে দিচ্ছে।
আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮ ওভারের মধ্যেই মুস্তাফিজের কোটা পূর্ণ করে ফেলা হয়। ততক্ষণ অবধি ম্যাচে ছিল দিল্লি। এরপরই ঘটে যায় সমস্ত অঘটন। শেষের দুই ওভারে মুকেশ কুমার ও দুশমন্থা চামিরা খরচা করেন ৪৮ রান। কার্যত সেখানেই মনস্তাত্বিকভাবে ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি।
সেই ভুল বুঝে টসের সময় ফাফ ডু প্লেসি জানিয়েছনিলেন তারা অন্তত পাঞ্জাব কিংসের বিপক্ষে একই ভুল করতে চাননা। কিন্তু তবুও ভুলটাই করলেন। মুস্তাফিজকে দিলেন ইনিংসের শেষের ওভার। তবে মুস্তাফিজ বাকিদের তুলনায় এ যাত্রায় যথেষ্ট ভাল করেছেন। খামোখা তাকে তো বলা হয় না ‘ডেথ ওভার স্পেশালিস্ট’।
ইনিংসের শেষের দিকে মুস্তাফিজ নিজের বিকল্পের ভেল্কি দেখিয়ে রান শুকিয়ে দিতে জানেন, আবার উইকেট তুলে নিতেও পারেন। তেমনটিই করলেন পাঞ্জাবের বিপক্ষে। শেষ ওভারে মোটে দশ রান দিয়ে একটি উইকেটও পেলেন। সুযোগ ছিল আরও একটি উইকেট পাওয়ার, নিজেদের ভুল বোঝাবুঝিতে ক্যাচ মিস না হলে।
তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যাত্রায় মুস্তাফিজ নিজের শেষ ম্যাচটায় ব্যক্তিগত ছাপ ঠিকই ফেলে গেছেন। পাঞ্জাবের ব্যাটারদের প্রতাপের সামনে দাঁড়িয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। এর মধ্যে ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি ফিরিয়েছিলেন দারুণ ছন্দে থাকা প্রিয়ানশ আরিয়াকে। তাছাড়া শশাঙ্ক সিংয়ের উইকেটও গেছে তার ঝুলিতে।
এছাড়া নিজের চার ওভারে বোলিং করে রান বিলিয়েছেন মাত্র ৩৩টি। দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন তিনি। এছাড়াও একটা রেকর্ড করে ফেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন মুস্তাফিজ। ৬৩ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তাকে হটিয়ে এখন মুস্তা শীর্ষে বসেছেন ৬৫ উইকেট নিয়ে।
তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েই মুস্তাফিজ বুঝিয়েছেন নিজের সক্ষমতা। তাকে নিলাম থেকে দলে না নেওয়ার ভুলটা যেন উপলব্ধি করতে পেরেছে আইপিএলের দলগুলো। আগামী মৌসুমে যথার্থ পারিশ্রমিকের মুস্তাফিজকে দলে নেওয়া হবে- সে দাবিটা মুস্তাফিজ জানিয়ে রাখলেন নিজের অনবদ্য পারফরমেন্সে।