২০২৪ থেকে সেরার আসনে মুস্তাফিজ!

শেষ ওভারে ভরসার নাম হয়ে উঠতে পারেন—তাহলে তিনি আলাদা। মুস্তাফিজ ঠিক সেখানেই আলাদা হয়ে উঠেছেন।

২০২৪ সাল থেকে শুরু, এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান টি–টোয়েন্টিতে শিকার করেছেন ১১৭ উইকেট। সময়ের হিসাবে যা সব পেসারের মধ্যে সর্বোচ্চ। কাটার মাস্টার যেন রীতিমতো উড়ছেন, বিশ্ব মঞ্চে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন জোরালোভাবেই।

জাতীয় দল হোক কিংবা ফ্রাঞ্চাইজি লিগ, মুস্তাফিজ সবখানেই দাপিয়ে বেড়াচ্ছেন। দলের অগাধ বিশ্বাসের প্রতিদানটা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন তিনি। সেখানে সাত ম্যাচেই শিকার করেছেন ১৪ উইকেট, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

তবে ২০২৪ সাল থেকে হিসাব কষলে মুস্তাফিজের আসনটা সবার উপরে। সে বছর নিজের ঝুলিতে পুরেছিলেন ৬১ উইকেট। আর এ বছর এখন পর্যন্ত সে সংখ্যাটা ৫৬। দুটোর যোগফল করলে দাঁড়ায় ১১৭। এই সময়ে বিশ্বের কোনো পেসারই তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। ফারুকি আর হোল্ডার—দুজনই আছেন ঠিক পেছনে, ১১৬ উইকেট নিয়ে। কিন্তু শীর্ষে একাই বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

সময় বাড়ছে সেই সঙ্গে ধার বাড়ছে বোলিংয়েরও। ক্যারিয়ারের শুরু থেকে যে বিস্ময় জাগিয়ে এসেছিলেন, তা এখনও অমলিন। বরং অভিজ্ঞতা যোগ হওয়ার ফলে বিশ্বের সেরাদের কাতারে এখন ফিজ। কাটার, স্লোয়ারে প্রতিনিয়ত বিভ্রান্ত করে যাচ্ছেন ব্যাটারকে। আজও ফিজের গোলকধাঁধার সমাধান পায়নি কেউ।

টি-টোয়েন্টির এই যুগে ব্যাটসম্যানদের রাজত্ব চলে। ছোট মাঠ, ফ্ল্যাট উইকেট, সবই বোলারদের বিরুদ্ধে। সেখানে একজন পেসার যদি নিয়মিত উইকেট এনে দিতে পারেন, ম্যাচের রাশ টেনে ধরতে পারেন, শেষ ওভারে ভরসার নাম হয়ে উঠতে পারেন—তাহলে তিনি আলাদা। মুস্তাফিজ ঠিক সেখানেই আলাদা হয়ে উঠেছেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link