ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিটি বল ছোড়ার জন্য মুস্তাফিজুর রহমান পেতে চলেছেন ৭০৪টি করে ৫০০ টাকার নোট। দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) – ২০২৬ এর মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কৌতূহলের কেন্দ্রে ছিলেন মুস্তাফিজুর রহমান। বল হাতে দারুণ ছন্দে থাকা দ্য ফিজ এবার কোন জার্সি গায়ে আইপিএল মাতাবেন সেই প্রশ্ন ছিল সবার মনে।
সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বিকেল থেকে টেলিভেশন সেট কিংবা মোবাইল স্ক্রিনের দিকে নজর ছিল হাজারও লাল-সবুজ ভক্তের। অবশেষে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে মুস্তাফিজকে নিজেদের ডেরায় নেয় কলকাতা নাইট রাইডার্স। একের পর এক বড় নামের সাথে যখন ‘অবিক্রিত’ ট্যাগটি সিলগালা করা হচ্ছিল, তখন অনেকেই কিছুটা শঙ্কায় তৈরি হয়েছিল।
আদৌ কি কোনো বাংলাদেশিকে দেখা যাবে এবার আইপিএলের মঞ্চ রাঙাতে? সেই প্রশ্নই যেন এক প্রকার জলবৎ তরলং হয়ে যায় ফিজের নাম নিলামে ওঠা মাত্রই। নিলামে নাম ওঠার সাথে সাথেই ফিজকে পেতে বিড করে তাঁর সদ্য সাবেক দল দিল্লি ক্যাপিটালস। তারপর দিল্লির সাথে প্রতিযোগিতায় নামে চেন্নাই সুপার কিংস।

দিল্লি হাল ছেড়ে দিলে চেন্নাইয়ের সাথে প্রতিযোগিতায় নামে কলকাতা নাইট রাইডার্স। অবশেষে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে ফিজকে নিজেদের দলের ভেড়ায় শাহরুখ খানের দল। ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে বিক্রি হওয়ায় আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় আবারও মুস্তাফিজই।
পুরো টুর্নামেন্টে যদি প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনাল অবধি পৌঁছায় কলকাতা, আর প্রত্যেক ম্যাচেই যদি একাদশে থেকে নিজের বোলিং কোটা পুরোপুরি সম্পন্ন করেন ফিজ – তাহলে সর্বোচ্চ ৪০৮ টি বল করতে পারবেন। অর্থাৎ, বল প্রতি মিলবে প্রায় সাড়ে তিন লাখ টাকারও বেশি। একটি ডেলিভারিতেই মিলবে বাংলাদেশি মূল্যে ৭০৪ খানা ৫০০ টাকার নোট।
২০১৬ সালে আইপিএল অভিষেক হওয়া ফিজ ইতোমধ্যে গায়ে জড়িয়েছেন ৫টি দলের জার্সি। ষষ্ঠ দল হিসেবে আসন্ন আইপিএলে কলকাতার জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশি এ তারকা বোলার। আইপিএলে ৬০ ম্যাচে বল করতে নেমে উইকেট প্রতি ২৮.৪৫ রান খরচায় ৬৫ টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ইকোনমি ৮.১৩।

সাম্প্রতিক সময়েও বল হাতে দারুণ ছন্দে রয়েছেন মুস্তাফিজ। চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে বল করেছেন, প্রতি ১৭.৬৫ রান খরচায় ২৬ টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ইকোনমিটাও মাত্র ৬। বল হাতে নিজের সেরাটা দিয়ে নতুন দলের জার্সি গায়ে আবারও আইপিএল মাতানোর জন্য প্রস্তুত দ্য কাটার মাস্টার।










