নাঈম আউট, সৌম্য ইন!

নেদারল্যান্ডসের বিপক্ষে সেই সিরিজেই তাকে দলে আসবেন সৌম্য। সবকিছু ঠিকঠাক চললে—সেখান থেকেই সোজা এশিয়া কাপের স্কোয়াডেও ঢুকে যেতে পারেন তিনি।

জাতীয় দলের প্রস্তুতিমূলক সিরিজে ব্যাকআপ ওপেনার হিসেবে আবারও আলোচনায় সৌম্য সরকার। আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে সৌম্যর দলে ফেরা নিশ্চিত করে দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ।

নাঈম শেখ দল থেকে বাদ পড়ছেন, চূড়ান্ত হয়ে গেছেন। তবে, তিনি রাডারের মধ্যেই থাকবেন। ‘এ’ দলের হয়ে যাবেন অস্ট্রেলিয়া সফরে। সেখানে রান করলে তবেই, সামনের সময়ে বিবেচিত হবেন নাঈম।

হন্যে হয়ে ব্যাক আপ ওপেনার খুঁজছে বাংলাদেশ দল, সাদা বলের ক্রিকেট বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য। অবস্থা এতটাই বেগতিক যে, এই মুহূর্তে সৌম্য সরকারকে ফিরিয়ে আনাই এখানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একমাত্র সমাধান হতে পারে।

অবশ্য, মজার ব্যাপার হল সৌম্য সরকারকে বাদ দেওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণও ছিল না বাংলাদেশের নির্বাচক প্যানেলের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি একাদশে ছিলেন। টি-টোয়েন্টিতে ৪৩ ও ওয়ানডেতে ৭৩ রানের একটা করে ইনিংসও খেলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই নেদারল্যান্ডসের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। সব ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে ডাচরা। ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে সিলেটে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে। সূচি এখনো চূড়ান্ত না হলেও, মাঠ প্রস্তুত।

নেদারল্যান্ডসের বিপক্ষে সেই সিরিজেই তাকে দলে আসবেন সৌম্য। সবকিছু ঠিকঠাক চললে—সেখান থেকেই সোজা এশিয়া কাপের স্কোয়াডেও ঢুকে যেতে পারেন তিনি। সৌম্যকে চাইলে মিডল অর্ডারেও ব্যাট করানো যায়। সব বিবেচনা করে তাই দৌঁড়ে সৌম্যই এখন পর্যন্ত এগিয়ে আছেন।

Share via
Copy link