নাঈম-রসিংটনের ইতিহাস গড়া জুটিতে উড়ছে চট্টগ্রাম

এ এক নিখাদ জমাট বাঁধা জুটি। নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন গড়ে ফেলেছেন ইতিহাস।

এ এক নিখাদ জমাট বাঁধা জুটি। নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন গড়ে ফেলেছেন ইতিহাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে, প্রথম ওপেনিং জুটি হিসেবে দু’টো ১০০ রানের জুটি গড়ে ফেললেন এই দুইজন। এমনকি যেকোন উইকেট জুটিতে বিপিএলে এমন ঘটনা ঘটেছে এই নিয়ে মোট তিনবার।

কোটি টাকায় বিক্রি হওয়ার পর নাঈমকে নিয়ে যে সন্দেহ ঘনিভূত হয়েছিল, সেই সন্দেহকে গ্যাস বেলুনের মত উড়িয়ে দিচ্ছেন বা-হাতি এই ব্যাটার। টানা দু’টো ইনিংসে দু’টো ফিফটি এলো তার ব্যাট থেকে। অন্যদিকে নেপাল প্রিমিয়ার লিগের শুভ ধারা বাংলাদেশের মাটিতেও বয়ে নিয়ে এলেন রসিংটন।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস জিতেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। সেই ম্যাচে এই নাঈম ও  রসিংটনের জুটি ছিল অপরাজেয়। দুইজনে মিলে ১২৩ রান সংগ্রহ করেছিলেন, নিজেদের উইকেট না হারিয়ে। তাদের কল্যাণেই এসেছিল সেই বৃহৎ আকৃতির জয়।

এরপর আবার সিলেট টাইটান্সের বিরুদ্ধে এই দুইজন রান তুললেন একে অন্যের সাথে পাল্লা দিয়ে। এদিনও ১০০ ছাড়ানো জুটি এলো এই দুইজনের মেলবন্ধনে। ১১৫ রানের সেই জুটিতে ফাটল ধরে নাঈম শেখের বিদায়ের মধ্য দিয়ে। ৩৭ বলে ৫২ রান করে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। তবে রসিংটন নিজের অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছেন এই ম্যাচেও।

তার ব্যাট থেকেই এসেছে চট্টগ্রামের জয়সূচক বাউন্ডারি। ৫৩ বলে ৭৩ রান করে তিনি দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। তাতে করে নয় উইকেটের বিশাল জয় এদিনও হয়েছে রয়্যালসের সঙ্গী। এর মধ্য দিয়ে, বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link