শীত শীত সকালে কুয়াশা ভেদ করে আসা ঝড়ের সাথে পরিচয় থাকার কথা নয় কারোই। সেই পরিচয়টাই এবার হয়ে গেল মোহাম্মদ নাঈম শেখের সুবাদে।
হ্যাঁ, রহস্যময় সেই ওপেনার নাইম শেখ। সদ্যই শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচ রাঙা হল তাঁর ঝড়ে।
স্ট্রাইক রেট মেপে, টি-টোয়েন্টির মেজাজ বুঝে ব্যাটিং করতে জানেন না – নাঈম শেখের বিরুদ্ধে এমন অভিযোগ পুরনো। তবে, সিলেটের স্পোর্টিং উইকেটে কোনো অভিযোগ আর ধেয়ে আসতে দিলেন না নাঈম শেখ।
এই ওপেনার আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পেয়ে গেছেন। অধুনা শুরু হওয়া এনসিএলের টি-টোয়েন্টি সংস্করণের ইতিহাসেও এটা প্রথম হাফ সেঞ্চুরি।
পুরো ইনিংস জুড়ে তিনি ২০০ স্ট্রাইক রেটেই ব্যাটিং করে গেছেন। যখন, রান রেট ২০০-এর নিচে নেমেছে তখন তিনি পাল্লা দিতে গিয়েই আউট হয়ে গিয়েছেন। শেষ অবধি ৩৫ বলে ৬৫ রান করেছেন।
স্ট্রাইক রেট প্রায় ১৮৬। আদর্শ এক টি-টোয়েন্টি ইনিংসই একে বলা যায়। ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কা। টানা ১১ ওভারের ওপেনিং জুটি গড়েন তিনি।
এখানে তাঁর সঙ্গী ছিলেন আরেক ওপেনার ইমরানুজ্জামান। দু’জন মিলে ১১৯ রান করেন। ইমরান ৩৩ বলে ৫৩ রান করেন। পর পর দুই ওভারেই দুই ব্যাটার ফিরে যান। তবে, এর আগে দারুণ একটা সূচনা পেয়ে গেছে ঢাকা মেট্রো।