বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে শুরু তাঁদের। যাদের চমকে স্বয়ং শচীন টেন্ডুলকার পর্যন্ত টুইট করেন সেই নামিবিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে বসে নেদারল্যান্ডসের কাছে।
প্রথম ম্যাচের জয়ের পর আকাশে ভাসতে থাকা সুপার টুয়েলভের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে যায়। সেই ফিকে হওয়া স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ ছিল তাঁদের। কিন্তু নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো নামিবিয়া।
জিতলেই পরের পর্বে নামিবিয়া আর আরব আমিরাতের জন্য এবারের বিশ্বকাপে নিজেদের রাঙিয়ে দেওয়ার শেষ সুযোগ এই দুই বিপরীতমুখী সমীকরণে খেলতে নামে দুই দল। বিশ্বকাপে নিজেদের বিদায়ের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত।
আরব আমিরাতের দুই ওপেনার শুরু থেকেই উইকেটে স্বাচ্ছন্দ্য ছিলেন না। ফলাফল ইনিংসের নবম ওভারের প্রথম বলে দলীয় মাত্র ৩৯ রানে সাজঘরে ফেরেন ভৃত্তিয়া অরবিন্দ।আউট হওয়ার আগে ৩২ বলে মাত্র ২১ রান করেন তিনি। এরপর উইকেটে আসেন অধিনায়ক সিপি রিজওয়ান।
তিনি আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে দলের রানের গতি বাড়ান। আগের ৮ ওভারে ৩৯ করা আরব আমিরাত পরের ৭ ওভারে যোগ করে আরও ৫৭ রান। এরপর দ্রুত সময়ে ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারউফু আউট হলে আবারও ধাক্কা খায় মধ্যপ্রাচ্যের দেশটি।
আউট হওয়ার আগে ৪১ বলে ৫০ রান করেন মোহাম্মদ ওয়াসিম। তবে এরপর সিপি রিজওয়ান ও বাসিল হামিদ দুইজনের ব্যাটে ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রানের সম্মানজনক স্কোর গড়ে তারা। সিপি রিজওয়ান ২৯ বলে ৪৩ রান ও বাসিল হামিদ ১৪ বলে ২৫ রান করেন। নামিবিয়ার বেন শিকঙ্গো ৮ রান দিয়ে এক উইকেট নেন।
জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় নামিবিয়া। পাওয়ারপ্লের মধ্যেই নিজেদের প্রথম তিন ব্যাটারের উইকেট হারায় আফ্রিকার এই দেশটি। এ সময় দলীয় রান ছিল মাত্র ৩১। এরপর উইকেটে দলের হাল ধরে বিশ্বকাপে ব্যাট হাতে নামিবিয়ার দুই অন্যতম পারফর্মার গেরহার্ড ইরাসমাস ও জ্যান ফ্রাইলিংক।
উভয় ব্যাটার শুরুর ধাক্কা সামলে দলকে সামনে এগিয়ে নেন। তবে দলীয় ৪৩ রানে আগের ম্যাচের হ্যাটট্রিক হিরো কার্তিক মেয়াপ্পনের বলে গেরহার্ড ইরাসমাস ও জেজে স্মিট একই ওভারে রান আউটে কাটা পড়লে সুপার টুয়েলভের স্বপ্ন নিভু নিভু করতে থাকে নামিবিয়ার।
১০ ওভার শেষে ৫ উইকেটে নামিবিয়ার রান ছিল ৫৩। শেষ দশ ওভারে জয়ের জন্য তাদের আরো ৯৬ রানের প্রয়োজন ছিল। ইনিংসের ১৩তম ওভারে আমিরাতের জহুর খান জ্যান ফ্রাইলিংক ও জেইন গ্রীনকে বোল্ড করলে নামিবিয়ার বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
এরপর সাবেক দক্ষিণ আফ্রিকান ডেভিড উইসি ও রুবেন ট্রাম্পেলমান নামিবিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। দুইজনের ৪২ বলে ৭০ রানের জুটি নামিবিয়াকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ ওভারের ওভারের চতুর্থ বলে ডেভিড উইসি মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হয়ে যান।
শেষ দুই বলে ১০ রান প্রয়োজন হলে তা আর নিতে না পারলে শেষ পর্যন্ত নামিবিয়া ২০ ওভারে ১৪১ রান করে ৭ রানের ব্যবধানে ম্যাচ হেরে যায়। আমিরাতের হয়ে জহুর খান ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন।
দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় পরের পর্বে খেলতে হলে নামিবিয়াকে জিততেই হত। কিন্তু আরব আমিরাতের কাছে হেরে যাওয়ায় পরবর্তী পর্বে আর ওঠা হলো না তাদের।
গ্রুপ ‘এ’-তে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস উভয়ে দুইটি করে জয়ে চার পয়েন্ট নিয়ে পরের পর্বে উত্তীর্ণ হয়েছে।দুই দলেরই পয়েন্ট সমান হলেও রান রেট ব্যবধানে গ্রুপের প্রথম দল হিসেবে পরের পর্বে উত্তীর্ণ হয় শ্রীলঙ্কা যেখানে তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও গ্রুপ ‘বি’-এর রানার্সআপ দলের মোকাবিলা করবে।
দ্বিতীয় হওয়া নেদারল্যান্ডস গ্রুপ ২ এর ভারত,পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও গ্রুপ বি এর চ্যাম্পিয়ন দলের সাথে মুখোমুখি হবে। আগামীকাল গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারিত হওয়ার পর ২২শে অক্টোবর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াই শুরু হবে।