ক্যারি হওয়ার প্রতিদান দেওয়ার অপেক্ষায় থাকেন নাইম

তবে সাকিব আল হাসান পরবর্তী বাংলাদেশ দলে, নাইমকে হতে হবে অগ্রগামী। এতদিন ধরে দল তাকে বয়ে বেড়িয়েছে। প্রতিদান দেওয়ার সুযোগটুকু হেলায় হারালে তার পেছনে ব্যয় করা সমস্ত অর্থ আর সময় জলে যাবে। অবশ্য আস্থার প্রতিদান তিনি সুযোগ পেলেই দিয়েছেন। তার নামের পাশে তিন ফাইফার অন্তত সে প্রমাণই দেয়।

ছয় বছরে মোটে দশ ম্যাচ খেলেছেন নাইম হাসান। কিন্তু প্রায় প্রতিটা টেস্টের আগেই স্কোয়াডে থাকেন তিনি। একাদশে সুযোগটা তিনি খুব একটা পান না। একটা সম্ভাবনার অপচয় হচ্ছে সাইড বেঞ্চে বসে। যদিও এদিক থেকে নাইম নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে খেললেও, নাইম এতদিন ছিলেন চতুর্থ স্পিনার। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ টেস্ট দলের মূল পরিকল্পনার কেন্দ্র। তৃতীয় স্পিনার প্রয়োজন পড়লে বাংলাদেশ হাত বাড়িয়ে ডেকে নেয় তাইজুল ইসলামকে।

গেল বছরের ডিসেম্বরে নাইম হাসান খেলেছেন সর্বশেষ টেস্ট ম্যাচ। এরপর বাংলাদেশ আরও তিনটি সিরিজের ছয়টি ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু একটি ম্যাচেও দেখা যায়নি নাইমকে। স্রেফ দলের সাথে ঘুরে বেড়িয়েছেন, আর নেট অনুশীলনে সতীর্থদের প্রস্তুত করেছেন।

টিম কম্বিনেশনের জন্যে তিনি ব্রাত্য। তাছাড়া একটা সেকেলে মানসিকতার শিকারও তিনি। বাংলাদেশ দল যখনই একজন তৃতীয় স্পিনারের কথা চিন্তা করেছে, তখনই দলের প্রধান শর্ত ছিল বা-হাতি হতে হবে। যেন বা-হাতি বোলার দুর্বোধ্য। বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়।

দশ টেস্টে ৩৬ উইকেট বাগানো নাইম অর্থোডক্স বোলার হলেও, বেশ কার্যকর বটে, তবে সেটা কেবলই দেশের মাটিতে। উইকেটের স্পিনারদের জন্যে সহয়তা থাকলেই বরং তিনি জ্বলে ওঠেন। যদিও দেশের বাইরে নিজেকে প্রমাণের সুযোগ তিনি পাননি একেবারেই। স্রেফ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

দলের সাথে থেকে ম্যাচ ফি’র অর্থও পেয়ে যাচ্ছেন নাইম হাসান। এই দলের সাথে থাকা তার জন্যে উপকার বয়ে নিয়ে আসছে। তিনি অন্তত একটা কাঠামোর মধ্যে রয়েছেন। দলের আশেপাশে থেকে শেখার রাস্তাটা খুলে রেখেছেন। খুবই সাদামাটা গোছের একজন স্পিনার নাইম। একটা কাঠামোর মধ্যে না থাকলে নিশ্চয়ই তিনি হারিয়ে যেতেন এতদিনে।

তবে সাকিব আল হাসান পরবর্তী বাংলাদেশ দলে, নাইমকে হতে হবে অগ্রগামী। এতদিন ধরে দল তাকে বয়ে বেড়িয়েছে। প্রতিদান দেওয়ার সুযোগটুকু হেলায় হারালে তার পেছনে ব্যয় করা সমস্ত অর্থ আর সময় জলে যাবে। অবশ্য আস্থার প্রতিদান তিনি সুযোগ পেলেই দিয়েছেন। তার নামের পাশে তিন ফাইফার অন্তত সে প্রমাণই দেয়।

Share via
Copy link