সন্দীপ লামিছানের দুর্ভোগ কাটছেই না, একের পর এক ঝামেলা পোহাতে হচ্ছে তাঁকে। সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে, যার ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলতে পারবেন সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয় গিয়েছে। এর আগের সপ্তাহেও ভিসার জন্য প্রথম আবেদন করেছিলেন এই ক্রিকেটার, কিন্তু কাজ হয়নি সেবার।
২০২২ সালের অক্টোবরে হুট করেই ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন লামিছানে। নিজেকে নির্দোষ দাবি করলেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করে তাঁকে। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেয়া হলেও চলতি বছর আদালতে তিনি দোষী সাব্যস্ত হন এবং আবারো সিএএন তাঁর ক্রিকেট ক্যারিয়ারে ফুল স্টপ এঁকে দেয়।
তবে বহু নাটকীয়তার পর সম্প্রতি আপিল বিভাগ যথেষ্ট প্রমাণের অভাবে এই তারকাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়। নেপালি ক্রিকেটের অভিভাবক সংস্থাও আদালতের সিদ্ধান্ত মেনে নিষেধাজ্ঞা স্থগিত করে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলার সুযোগ তৈরি হয়েছিল, তিনি নিজেও সেভাবে প্রস্তুতি নিয়েছেন।
কিন্তু পর পর দুইবার আমেরিকার ভিসার জন্য আবেদন করেও ভিসা পাননি এই লেগ স্পিনার। এমনকি নেপাল সরকার এবং সিএএনের সরাসরি হস্তক্ষেপের পরেও মন গলেনি ইউএস দূতাবাসের।
একটি বিবৃতিতে সিএএন বলে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যৌথভাবে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে। তবু আমেরিকা লামিছানেকে বিশ্বকাপ খেলার জন্য ভিসা অনুমোদন দেয়নি।’
এই ব্যাপারে আমেরিকান দূতাবাসের একজন বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটাররা যেন ঠিকভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেন সেজন্য যুক্তরাষ্ট্র সবসময়ই সাহায্য করে। যদিও কেন লামিছানে ভিসা পাচ্ছে না সেটি বলা যাচ্ছে না। কারণ, ভিসা রেকর্ড ফাঁস করা আইন পরিপন্থী।’