পুরনো গল্পে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের

নতুন দুই দলের পুরনো লড়াই। বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজটা যেন হতে যাচ্ছে সেই লড়াইয়ের শুরু কিংবা শেষের মঞ্চ। যেখানে ম্যাচ শুরুর আগে অনেকটাই এগিয়ে স্বাগতিক পাকিস্তান।

নতুন দুই দলের পুরনো লড়াই। বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজটা যেন হতে যাচ্ছে সেই লড়াইয়ের শুরু কিংবা শেষের মঞ্চ। যেখানে ম্যাচ শুরুর আগে অনেকটাই এগিয়ে স্বাগতিক পাকিস্তান।

নতুন সূচনার প্রত্যয় নিয়ে মাঠের খেলায় নামবে দুই দলই। যেখানে পাকিস্তান বাবর, রিজওয়ানদের গণ্ডি পেরিয়ে তারুণ্যে ভরসা রাখছে। এমনকি দলে নেই তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিও।

তবে সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে পারফর্ম করা ফখর জামান, হাসান নেওয়াজ কিংবা সাহিবজাদা ফারহানরা হতে পারেন দলের ব্যাটিং ভরসা। টি-টোয়েন্টি খেলার মধ্যে থাকায় টেম্পারমেন্টের বিচারে বাংলাদেশের থেকে ঢের এগিয়ে থাকবে পাকিস্তান।

পারফরম্যান্স, পরিসংখ্যান কিংবা টি-টোয়েন্টি প্রেক্ষাপট—সবখানেই ফেভারিট সালমান আগহার দল। তবে জাতীয় দলের সাম্প্রতিক ফর্মটা হতে পারে বাংলাদেশের আশার প্রদীপ।

লিটন দাসের হাত ধরে নতুন স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। তবে সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাড়তি আত্মবিশ্বাস জোগানোর আশায় গিয়ে পঁচা শামুকে রীতিমতো পা কেটেছে বাংলাদেশের। তাই তো মাঠের খেলায় নামার আগেই অনেকটা ব্যাকফুটে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা।

বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কা মুস্তাফিজুর রহমানের ইনজুরি। দিশেহারা পেস ইউনিটের বাজির ঘোড়ার না থাকাটা দলকে বেশ ভোগাবে। সৌম্যর ছিটকে যাওয়াটাও পাকিস্তানের মতো কন্ডিশনে বাংলাদেশের অনেক বড় ধাক্কা।

তবে আশার বাণী, পিএসএলে দুর্দান্ত খেলা রিশাদ হোসেন হতে পারেন দলের ট্রাম্প কার্ড। পাকিস্তানের কন্ডিশনে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি, তাই তো তাঁর পিএসএল অভিজ্ঞতা দলের জন্য হতে পারে কার্যকরী।
সেই সঙ্গে মেহেদী হাসান মিরাজের দলে থাকাও ভারসাম্য তৈরি করবে একাদশে।

তবে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা বোধহয় শন টেইট। কোচ হিসেবে হতে পারেন বাংলাদেশের পেস ইউনিটের দিশারি। পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে তাঁর অভিজ্ঞতা হাসান, শরিফুলদের জন্য বড় সম্ভাব্য প্রাপ্তি।

পাকিস্তান টি-টোয়েন্টির বিচারে শক্তিশালী দল, যেখানে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। তবুও নতুন শুরুর প্রত্যাশায় দুই দলের মাঠের লড়াইটা জমজমাট হওয়ার প্রত্যাশা। যেখানে দেখা যাবে, নতুন পাকিস্তানের বিপক্ষে নতুন বাংলাদেশের পুরনো এক চ্যালেঞ্জ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link