নতুন রূপে বাংলাদেশের পেস আক্রমণ

আর প্রেমাদাসা স্টেডিয়ামের প্রথম নেট সেশন। লম্বা স্পেলে বোলিং করে গেলেন মুস্তাফিজুর রহমান। শন টেইটের প্রশংসাবানী শোনা গেল। চিৎকার করে বললেন, ‘ওয়েলডান ফিজ!’

আর প্রেমাদাসা স্টেডিয়ামের প্রথম নেট সেশন। লম্বা স্পেলে বোলিং করে গেলেন মুস্তাফিজুর রহমান। শন টেইটের প্রশংসাবানী শোনা গেল। চিৎকার করে বললেন, ‘ওয়েলডান ফিজ!’

ওয়ানডে সিরিজের আগে নতুন চেহারা ধারণ করেছে বাংলাদেশ দলের পেস আক্রমণ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান কিংবা তানজিম হাসান সাকিবরা যোগ দিয়েছেন।

তবে, তাসকিন আহমেদ খুব সম্ভবত মূল একাদশে থাকবে না। তিনি এখনও বোলিংয়ে পুরোপুরি ছন্দে নেই তিনি। নেটে বোলিং করেননি। তাঁকে আরেকটু সময় দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট।

সেই জায়গায় ভরসার নাম মুস্তাফিজ ও তানজিম সাকিব। দুইজনই নিজেদের প্রমাণে বদ্ধপরিকর। সাথে পেস ইউনিটে যোগ দিতে পারেন হাসান মাহমুদ—যার শর্ট বল আর লাইন-লেন্থের মিশেলে তৈরি হচ্ছে পেসের অন্য ছন্দ।

নাহিদ রানা—নতুন মুখ, উদ্যমী তরুণ। কিন্তু আপাতত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ছায়ায় থাকছেন বিশ্রামে। সিরিজের প্রথম ম্যাচে তাঁকে দেখা নাও যেতে পারে।

নাহিদ রানাও আছেন, তবে তিনি সম্ভবত প্রথম ওয়ানডেতে বিবেচনার বাইরে থাকবেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে প্রথম ওয়ানডেতে বিশ্রামে থাকবেন তিনি।

শন টেইট ওয়ানডের পেস সেট-আপ নিয়ে বেশ সিরিয়াস মুডে ছিলেন শন টেইট। তিনি বারবার তাতিয়ে দিয়েছেন পেসারদের। আর তাতেই যেন আরও বেশি আগ্রাসী হয়ে ওঠার উৎসাহ পেলেন পেসাররা।

আর প্রেমাদাসা স্টেডিয়ামের বাতাসে তখনো রোদ আর গুমোট ঘাম মিশে আছে। ওয়ানডে সিরিজের আগেই ভাসছে এক প্রতিশ্রুতি — এই বাংলাদেশ পেস ইউনিট যেন চুপিচুপি এক বিপদের নাম হয়ে উঠতে চায়। তাদের সেই যাত্রা শুরু হয়ে গেছে নেট সেশন থেকেই।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link