দীর্ঘ অপেক্ষা ও বারংবার ব্যর্থতার পর অবশেষে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ মিললো নিউজিল্যান্ডের। রবিবার ইন্দোরে ভারতকে ৪১ রানে হারানোর প্রেক্ষিতেই ২-১ এ ওয়ানডে সিরিজ জিতে নেয় কিউইরা। সাতটি সিরিজ হারের পর, ২০২৬ সালের শুরুর লগ্নে এসে অবশেষে ভারতকে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ হারালো নিউজিল্যান্ড।
১৯৮৮ সালে প্রথমবারের মতো টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসে নিউজিল্যান্ড। সেই সফরে লাল বলের ক্রিকেটে একটি ম্যাচ জিতলেও সাদা বলের ক্রিকেট তথা ওয়ানডেতে জয়ের দেখাই মেলে নি জন রাইটের সেই দলের। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার কল্যাণে ৪-০তে সিরিজ হারের লজ্জা নিয়ে সেবার ভারত ছেড়েছিল নিউজিল্যান্ড দল।
পরবর্তীতে ১৯৯৫ এবং ১৯৯৯ সালে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশ্যে আসে নিউজিল্যান্ড। তবে দুইবারই দুই জয়ের বিপরীতে হেরেছে ৩ ম্যাচ।

দীর্ঘ বিরতির পর ২০১০ সালে আবারও ভারতের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজ খেলার লক্ষ্যে এলে সেবার যেন পাত্তাই মেলে নি ড্যানিয়েল ভেট্টোরির দলের। বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়দের অনবদ্য পারফরম্যান্সে নিউজিল্যান্ড ভারত ত্যাগ করেছিল ৫-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে।
২০১৬ ও ২০১৭ পরপর দুইবছর কেন উইলিয়ামসন এর নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল ভারতে এলেও সিরিজ জয়ের দেখা যেন কোনোক্রমেই পাচ্ছিল না। উড়ন্ত ফর্মে থাকা বিরাট কোহলির ব্যাটের ওপর ভর করে দুইবারই সিরিজ নিজেদের করে নেয় ভারত।
২০২৩ সালে টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারত সফরে এলে শুভমান গিল যেন একাই নিউজিল্যান্ডকে থমকে দেন। গিলের এক ডাবল সেঞ্চুরি ও এক সেঞ্চুরির সুবাদে ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারায় রোহিত শর্মার দল।

তবে ২০২৬ সালের শুরুতে এসে যেন নিউজিল্যান্ড লিখল নতুন ইতিহাস। প্রায় দ্বিতীয় সারির একটি দল নিয়ে ভারত সফরে এসে প্রথম বারের মতো ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। রোহিত-বিরাটদের হারিয়ে অষ্টমবারের চেষ্টায় অবশেষে অপেক্ষার অবসান ঘটালো মিচেল-ফিলিপ্সরা।
নিউজিল্যান্ডের এই ঐতিহাসিক সিরিজ জয়ের কর্ণধার ছিলেন ড্যারিল মিচেল। তিন ইনিংসে দুই শতক ও এক অর্ধশতক হাঁকানোর সুবাদে ৩৫২ রান সংগ্রহ করেছেন উড়ন্ত ফর্মে থাকা এই কিউই ব্যাটার।
যুগে যুগে ভেট্টোরি-উইলিয়ামসনরা যা পারে নি, তাই যেন করে দেখালো মিচেল-জেমিসনরা। ভারতের মাটিতে এক প্রকার দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসে বিরাট-রোহিতদেরকে হারিয়ে ইতিহাসের পাতায় প্রথমবারের মতো জয়ের ইতিকথা লিখলো মাইকেল ব্রেসওয়েল এর দল।











