বার্সেলোনার ফেরার আশা এখনও আছে নেইমারের

জানুয়ারির ট্রান্সফার উইনডো তাঁর এজেন্ট আবারও বার্সেলোনার সাথে আলোচনা করবে। সৌদি প্রো-লিগ থেকে মন উঠে গেছে নেইমারের। ৩২ বছর বয়সী নেইমার ২০২৫-এর গ্রীষ্মেই ফ্রি-এজেন্ট বনে যাবেন।

বার্সেলোনায় ফেরার আশা এখনও ছাড়েননি নেইমার। যদিও, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের স্পেনে ফেরার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে আগেই। নতুন খবর হল, আসছে জানুয়ারিতে নতুন করে বার্সায় ফেরার একটা সুযোগ তিনি নিতে যাচ্ছেন।

জানুয়ারির ট্রান্সফার উইনডো তাঁর এজেন্ট আবারও বার্সেলোনার সাথে আলোচনা করবে। সৌদি প্রো-লিগ থেকে মন উঠে গেছে নেইমারের। ৩২ বছর বয়সী নেইমার ২০২৫-এর গ্রীষ্মেই ফ্রি-এজেন্ট বনে যাবেন। ফলে, এই সুযোগেই তিনি যে করে হোক বার্সায় ফিরতে মরিয়া।

২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আকর্ষণীয় বেতনে সৌদি ক্লাবে যোগ দেন। কিন্তু, সেবার অক্টোবরে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ে ছিটকে যাবার আগে আল হিলালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে নেইমারকে রানিং ও বল কিক করতে দেখা গেছে সম্প্রতি। পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষন করছেন আল হিলালের পর্তুগীজ কোচ জর্জ জেসুস। এ সময় নেইমার সেখানে লিখেছেন, ‘পুনরায় দলে ফিরতে পেরে দারুণ খুশি।’

অস্ত্রোপচারের পর জুলাইয়ে নেইমার ব্যক্তিগতভাবে হালকা অনুশীলন শুরু করেছিলেন। ক্লাবের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন নেইমারের ফেরা পুরোপুরি ভাবে কোচের সিদ্ধান্ত ও টেকনিক্যালি সে কতটা প্রস্তুত তার উপর নির্ভর করছে।

এর আগে গত সপ্তাহে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও পেরুর বিপক্ষে আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র দল ঘোষণার সময় নেইমারকে সুস্থ হতে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। সৌদি পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল চলমান লিগের জন্য এখনও নেইমারকে রেজিস্টার করেনি।

গত মাস থেকে সৌদি লিগের নতুন মৌসুম শুরু হয়েছে। মানে, চলতি মৌসুমেও বড় একটা সময় বাইরেই থাকবেন নেইমার। নেইমার না থাকলেও আল হিলাল গত মৌসুমে সৌদি লিগের শিরোপা জয় করে।

Share via
Copy link