তবে কি ফের লিওনেল মেসির সাথে জুটি বাঁধবেন নেইমার জুনিয়র? তেমন একটা আভাস পাওয়া যাচ্ছে। মেসির ইন্টার মিয়ামি প্লে-অফে ব্যর্থ হওয়ার পর, ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও, নেইমার তাঁদের জন্য সঠিক পছন্দ কি না – তা নিয়ে প্রশ্ন করাই যায়।
মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি নিয়মিত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতেছে। কলম্বাস ক্রুর চেয়ে আট পয়েন্ট এগিয়ে রয়েছে। কিন্তু প্লেঅফে তারা অ্যাটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে। যারা নিয়মিত মৌসুমে তাদের চেয়ে ৩৪ পয়েন্ট কম পেয়েছে।
এই ব্যর্থতার পর ইন্টার মিয়ামি কোন পদক্ষেপ নেবে তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মেসির সাথে নেইমারের পুনর্মিলন ঘটবে। পাশাপাশি জর্দি আলবা, সার্জিও বুসকেটস এবং সম্ভবত লুইস সুয়ারেজও থাকবেন।
কিন্তু, এই নেইমারের জন্য বিড করার সিদ্ধান্ত কি সঠিক হবে? যদিও নেইমারের আগমন দলকে আরও শক্তিশালী করবে। কিন্তু অনেকেই মনে করেন, দলের প্রয়োজন রক্ষণভাগকে শক্তিশালী করা। গত মৌসুমে মিয়ামি ৪৯ গোল খেয়েছে। যা শীর্ষস্থানীয় দলগুলোর চেয়ে অনেক বেশি। নেইমারের আগমন এই সমস্যার সমাধান করবে না।
এছাড়াও, মেজর লিগের বেতন সীমা এবং রোস্টার নিয়মের কারণে নেইমারকে দলে টানা কঠিন হবে। নেইমারকে নেওয়া হলে রক্ষণভাগে গুণগত মানের খেলোয়াড় নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
সুয়ারেজকে দলে রাখার বিষয়টিও একটি প্রশ্ন। যদিও তিনি দলে থাকতে আগ্রহী। কিন্তু তার ক্রনিক হাঁটু সমস্যার কারণে ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। যদি সুয়ারেজ চলে যায়, তবেই নেইমারকে নেওয়া আরও বেশি যৌক্তিক হবে। কিন্তু, মিয়ামি কোন পদক্ষেপ নেবে, সেটা সময়ই বলে দেবে।
তবে, সত্যিই নেইমার-মেসি আর সুয়ারেজ জুটি বাঁধলে সেটা অভাবনীয় এক ব্যাপার হবে। এর আগে বার্সেলোনাতে এই ত্রয়ী অভাবনীয় এক আক্রমণ নির্মান করেছিলেন। এই জুটি এমএসএন নামে লা লিগা ও ইউরোপিয়ান মঞ্চে ত্রাস সৃষ্টি করে বেড়ায়।