আধুনিক ক্রিকেট বদলে গেছে। সেই বদলের অনেকগুলো অধ্যায় রোহিত শর্মা নিজের হাতেই লিখেছেন। আরও একটা অধ্যায় লেখা হল তাঁর হাত ধরে। এবার রোহিত মাঠের বাইরে থেকে নতুন এক অধ্যায়ের মোড়ক উন্মোচন করলেন।
সম্ভবত রোহিতের হাত ধরেই ক্রিকেটে নন-প্লেয়িং অধিনায়কের ধারণাটা বাস্তবায়িত হয়ে গেল। সিডনি টেস্টে রোহিত বিশ্রামে আছেন। এই খবরটা পুরনো। নতুন খবর হল তিনি আসলে ইনজুরিজনিত কারণে নয়, তিনি সরে দাঁড়িয়েছেন দলের স্বার্থে।
স্টার স্পোর্টসে সাফ জানিয়ে বলে দেন, ‘রান করতে পারছিলাম না। ব্যর্থ হলে তো মানতেই হবে। তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে, এখানে একটা ক্লাইমেক্স আছে। রোহিত শর্মা অবসর নিয়ে ফেলেছেন সেটা ভাবার কোনো কারণ নেই।
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি অবসর নেইনি। শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রান করতে পারছিলাম না। আমাদের অনেক ব্যাটারই ভাল ফর্মে নেই। ম্যাচে প্রভাব পড়ছিল। অধিনায়ক হিসাবে দলের কথাই আগে ভাবি। কী করলে দলের লাভ হবে সেটাই ভাবি। সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি। অধিনায়কত্ব নিয়ে ভাবি না, তিন মাস বা ছ’মাস পর কী হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এটা দলগত খেলা। ব্যক্তিগত খেলা নয়। আমি নিজেই কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যাচ্ছি না। দলের সঙ্গেই আছি।’
দলের জন্য এভাবে ভাবতে পারা অধিনায়ক আছেন আর ক’জন! রোহিত বলেন, ‘দেশ থেকে এত দূরে তো খেলার জন্যই এসেছি। বসে থাকার জন্য এত দূরে আসিনি। কিন্তু, দলের স্বার্থ আগে রাখতেই হয়। এটা দলগত খেলা। ১১ জন নিলে খেলতে হয়। একা কেউ খেলতে পারে না।’
কারও চাহিদা মেনে নয়, দলের ও নিজের চাহিদা বুঝে ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত। তিনি বলেন, ‘দেখুন কে কী লিখল বা বলল, তাতে আমাদের জীবন বদলায় না। এত দিন ধরে খেলছি। আমি অভিজ্ঞ। দুই সন্তানের বাবা। জানি কী করা উচিত আর কী করা উচিত নয়। চেষ্টা করেছি রান করার। পারিনি। তাই এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। তবে, কারও কথায় অবসর নেব না। কখন থামতে হয়, এটুকু এখন বুঝতে পারি।’
২০০৭ সালে অভিষেক ম্যাচে যেমন ছিলেন, এখনও জয়ের জন্য ততটাই মরিয়া রোহিত শর্মা। তিনি বলেন, ‘দেখুন আমরা ভারতে থাকি। ১৪০ কোটি মানুষ আমাদের বিচার করেন। তাঁরা মতামত দিতেই পারেন। কিন্তু মাঠে নেমে আমাদের পারফর্ম করতে হয়। সিদ্ধান্ত নিতে হয়। একই রকম মানসিকতা নিয়ে মাঠে নামি সব সময়। অধিনায়ক হিসেবে দলের স্বার্থকে আগে রাখি। আমরা শুধু জেতা নিয়ে ভাবি। আরও ভাল খেলার চেষ্টা করি। সেটাই আমাদের কাজ।’
রোহিত মাঠে নেই। নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ। তিনিও ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে দায়িত্ব পান বিরাট কোহলি। তবে, ড্রেসিংরুম থেকে দলকে সামলান তো আসলে ওই রোহিতই। নন-প্লেয়িং ক্যাপ্টেন তো এমনই হন!