রহস্যের মায়াজালে ধূর্ত শিকারি নুর

নুর আহমেদের ইউনিক সেলিং পয়েন্ট উইকেট শিকার। ২০টি উইকেট শিকার করে ফেলেছন ১২ ম্যাচ থেকে। ম্যাচ প্রতি একাধিক উইকেট শিকার করছেন তিনি।

চেন্নাই সুপার কিংসের ঘরে ঘোর অন্ধকার। কিন্তু এক জোনাক পোকা ঠিকই করছে জ্বলজ্বল। সেই আলোর উৎস নুর আহমেদ। বল হাতে চেন্নাইয়ের দুর্দশার মাঝেও স্বমহীমায় আলোর বিকিরণ ঘটাচ্ছেন আফগান এই চায়নাম্যান।

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং দূর্গেও আঘাত হানলেন নুর। একবার-দু’বার নয়, চার চারবার। গুরুত্বপূর্ণ সব উইকেটই গিয়েছে তার ঝুলিতে। সুনীল নারাইনকে দিয়ে শুরু, শেষটায় রিঙ্কু সিং মাঝে আঙকৃষ রাঘুবানশি ও আন্দ্রে রাসেলও তার উইকেটে পরিণত হয়েছেন।

কলকাতার ব্যাটিং অর্ডারে হুমকি হওয়া সবাইকেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন নুর। তার ঘূর্ণিতে খাবি খেয়েছে রিঙ্কু-রাসেলরা। রান একটু বেশি খরচা করেছেন নুর, সে কথা সত্য। চার ওভারে ৩১ রান দিয়েছেন। উইকেট শিকারি বোলার হিসেবে তিনি যে খুব বেশি খারাপ করেছেন- তা বলার উপায় নেই।

নুর আহমেদের ইউনিক সেলিং পয়েন্ট উইকেট শিকার। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের সেই দক্ষতার প্রদর্শন ঘটিয়ে যাচ্ছেন নুর আহমেদ। এখন অবধি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। ২০টি উইকেট শিকার করে ফেলেছন ১২ ম্যাচ থেকে।

ম্যাচ প্রতি একাধিক উইকেট শিকার করছেন তিনি। তরুণ বোলার হিসেবে এই পরিসংখ্যান যথেষ্ঠ অনুপ্রেরণাদায়ক। নুর আহমেদের আত্মবিশ্বাস প্রতিনিয়ত আরও বেশি বলিয়ান হচ্ছে। বাইশ গজে তিনি ঘূর্ণি জাদুর এক মায়াবী পরিবেশ সৃষ্টি করছেন প্রায় প্রতি ম্যাচে।

সম্মোহিত হয়ে ব্যাটারদের তাই শিকারে পরিণত হওয়া ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা নেই। এবারের মৌসুমে চেন্নাই সুপার কিংসের বেশিদূর যাওয়া হচ্ছে না- সেটা প্রায় নিশ্চিত। তবে নুর আহমেদ নিজের ফুটপ্রিন্ট কিন্তু ঠিকই ফেলে যাচ্ছেন।

এখন অবধি আইপিএলের তিন মৌসুমে অংশ নিয়েছেন নুর আহমেদ। গুজরাট টাইটান্স থেকে চেন্নাইয়ের ডেরায় এসে কাটিয়েছেন নিজের সেরা সময়। তবে এখানেই থমকে থাকতে নিশ্চয়ই তিনি চাইবেন না। রহস্য মায়াজালে তিনি আচ্ছন্ন করবেন সবাইকে। সেই ইচ্ছেই তাকে বানাচ্ছে ভীষণ ভয়ংকর।

Share via
Copy link