ভারত-নিউজিল্যান্ড একাধিক বার মুখোমুখি হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই দুই দলই খেলবে ফাইনালে। ভারতকে হারিয়েও দিতে পারে নিউজিল্যান্ড, সম্প্রতি এমন দাবিই করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
আকাশ চোপড়া বলছেন নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ ভালো এবং কাইল জেমিসন যুক্ত হওয়ায় দলটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। কেননা সে সর্বদাই ভারতের বিপক্ষে ভালো খেলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দুই দলের সামনে এবার লড়াই গ্রুপ সেরা হবার।
সম্প্রতিই নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়াকে প্রশ্ন করা হয় যে, আদৌও রোহিত শর্মার দুর্দান্ত ভারতকে হারাতে পারবে কি-না নিউজিল্যান্ড! জবাবে তিনি বলেন, Ôতারা আমাদের হারাতে পারে, তবে আমি জানি না তারা আসলেই হারাবে কি-না। আমার মনে হয় আমরা তাদের বিপক্ষে একবার না দুইবার খেলব। ভারত- নিউজল্যান্ড দুইবার মুখোমুখি হবে এই আসরে, একবার গ্রুপ পর্বে, আরেকবার ফাইনালে। নিউজিল্যান্ড বেশ ব্যালেন্সড একটা দল, তাদের তিনটা বিশেষজ্ঞ স্পিনারও আছে।’
তিনি আরও বলেন, ‘তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা তুলনামূলক অনভিজ্ঞ। তবে উইলিয়াম রোয়ারকে আর ম্যাট হেনরি কড়া পরীক্ষা নিবে ব্যাটারদের। তাদের এখন জ্যামিসনও আছেন, আমি জানিনা কিভাবে কিন্তু সে সবসময়ই ভারতের বিপক্ষে ভালো করে। এছাড়াও গ্লেন ফিলিপস, মিশেল স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েলরা দারুণ ছন্দে আছেন।’
জেমিসন ওয়ানডেতে ভারতের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ৪.৭৫ ইকোনমিতে নিয়েছেন তিন উইকেট। টেস্টে তিনি ভারতের বিপক্ষে আরও ভয়ংকরী রূপ ধারন করেন। এখন অবধি ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে মাত্র ১৭.৭২ গড়ে ২২ উইকেট নিয়েছেন তিনি।
একই ভিডিওতে তিনি এটাও বলেন সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত বেশ সফল। চোপড়া বলেন, ‘তাদের দলে সবাই স্পিন বেশ ভালো খেলে, এটা একটা অভূতপূর্ব দল। তারা আমাদের বিপদে ফেলতে পারে। তবে আমি এটা বলব না যে তারা এসেই আমাদের হারিয়ে দেবে। কেননা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেই তাদের আমরা হারিয়েছিলাম।
সাবেক এই ক্রিকেটার বর্তমানে ধারাভাষ্যকারও বটে। ক্রিকেটকে খুব কাছ থেকে দেখা আকাশ মনে করেন, রবিবারের ম্যাচটা হবে বেশ হাড্ডাহাড্ডি লড়াই। সবশেষে তিনি আরও বলেন, ‘তাদের দলটা ভালো, তারা আমাদের চ্যালেঞ্জ জানাবে এবং পুশ করবে। তবে আমার মনে হয়না আমরা এত সহজেই হেরে যাব, আমরাও মোমেন্টাম কাজে লাগিয়ে বুক চিতিয়েই লড়ব।
তারা যদি ভালো পরিকল্পনা নিয়ে আসে, আমরাও ভালো পরিকল্পনা নিয়েই যাব। আমার মনে হয় একটা দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তিনি মনে করেন, ভারতের পূর্ণ শক্তির দলই মাঠে থাকা উচিত কিউইদের বিপক্ষে। কাওকেই রেস্ট দেওয়ার পক্ষে নন তিনি। এখন কে জিতে এই মহারণে তা শুধু সময়ই বলে দেবে।