‘বিরাট’ এগিয়ে যারা

এ বছর ওয়ানডেতে ১৩ ইনিংসে ৬৫.১০ গড়ে ৬৫১ রান করেছেন বিরাট। তবে বিরাটের চেয়েও এ বছর ওয়ানডে গড়ে এগিয়ে থাকা টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের নিয়ে থাকছে খেলা ৭১ এর এই আয়োজন। 

২০২৫ সাল বিরাট কোহলির ক্যারিয়ারে যোগ করেছে নতুন রঙ। বহু প্রতীক্ষিত ট্রফি খরা কাটিয়ে আরসিবির হয়ে শিরোপা জয়, চ্যাম্পিয়নস ট্রফির সাফল্য – সব মিলিয়ে বছরটা স্মরণীয় হয়ে থাকবে তাঁর ভক্তদের কাছে। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে যেন নিজের জাত আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আধুনিক ক্রিকেটের মহারাজা।

এ বছর ওয়ানডেতে ১৩ ইনিংসে ৬৫.১০ গড়ে ৬৫১ রান করেছেন বিরাট। তবে বিরাটের চেয়েও এ বছর ওয়ানডে গড়ে এগিয়ে থাকা টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের নিয়ে থাকছে খেলা ৭১ এর এই আয়োজন।

  • কুইন্টন ডি কক

অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার পর কুইন্টন ডি কক দেখিয়েছেন দুর্দান্ত ব্যাটিং। ছয়টি ইনিংসে ৩৫৩ রান করে তাঁর গড় ৭০.৬০। এই সময়ে তিনি করেছেন ২টি শতক এবং ২টি অর্ধশতক।

  • গ্লেন ফিলিপস

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ২০২৫ সালে ১০টি ওয়ানডে ইনিংসে করেছেন ৩৫৩ রান। পাঁচটি ইনিংসে অপরাজিত থাকার কারণে তাঁর গড় দাঁড়িয়েছে ৭০.৬০। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতক ও একটি অর্ধ শতক।

  • ইব্রাহিম জাদরান

আফগানিস্তানের হয়ে এ বছর ছয়টি ওয়ানডে খেলেছেন ইব্রাহিম জাদরান। এই সময়ে তাঁর সংগ্রহ ৪২৯ রান, গড় ৭১.৫০। একটি শতক ও দুটি অর্ধ শতক তাঁর পারফরম্যান্সকে করেছে আরও উজ্জ্বল।

  • মার্ক চ্যাপম্যান

২০২৫ সালে ছয়টি ওয়ানডে খেলেছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। এই সময় তিনি করেছেন ৩৬৮ রান, গড় ৭৩.৬০। তাঁর পারফরম্যান্সে ছিল একটি শতক ও তিনটি অর্ধ শতক।

  • বেন কারান

জিম্বাবুয়ের হয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে দারুণ একটি বছর কাটিয়েছেন বেন কারান। মাত্র পাঁচটি ম্যাচ খেললেও ৩১৩ রান সংগ্রহ করেছেন তিনি। গড় দাঁড়িয়েছে ৭৮.২৫। একটি সেঞ্চুরি ও দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে তাঁর ঝুলিতে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link