সিঙ্গাপুর ৩.১৫ মিলিয়ন! হামজা একাই ৪.৫ মিলিয়ন!

মাঠে সেদিনই পার্থক্য গড়ে দিয়েছিলেন হামজাই, এবারও কি তাই হতে চলেছে? নতুন আরেকটি ম্যাজিক দেখানোর অপেক্ষায় বাংলাদেশের ফুটবল যুবরাজ!

সিঙ্গাপুরের পুরো দলের মার্কেট ভ্যালুর চেয়ে এক হামজার চৌধুরীরই বাজারদর বেশি। ট্রান্সফার মার্কেট.কম জানাচ্ছে, শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার মার্কেট ভ্যালু এই মুহূর্তে ৪.৫ মিলিয়ন ইউরো। সেখানে পুরো সিঙ্গাপুর দলের মার্কেট ভ্যালু মাত্র ৩.১৫ মিলিয়ন ইউরো।

পুরো বাংলাদেশ দল হিসেব করলে, সেই মার্কেট ভ্যালু বেড়ে দাঁড়াচ্ছে ৭.৯৬ মিলিয়ন ইউরো। মানে, পুরো সিঙ্গাপুর দলের দ্বিগুনের চেয়েও বেশি। বাংলাদেশের স্কোয়াড কিউবা মিচেলকে ছাড়া ২৬ জনের, অন্যদিকে সিঙ্গাপুরের স্কোয়াড ২৩ জনের। তার পরও এই পার্থক্যটা বিশাল।

এর অর্থ হল, এক হামজা চৌধুরীই বিরাট ফাড়াকটা এখানে গড়ে দিয়েছেন। গুঞ্জন আছে, গ্রিক সুপার লিগের চ্যাম্পিয়ন দল অলিম্পিয়াকোস এই মুহূর্তে চাইছে হামজাকে। সেটা হল প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগও পেতে পারেন তিনি।

সে যাই হোক, হামজার ধ্যান-জ্ঞান এখন সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচ। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে মাঠে নামা মাত্রই কাগজে কলমের এই বাজারদরের কোনো মূল্য থাকবে না।

বাজারদরে পিছিয়ে থাকলে র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে সিঙ্গাপুর। বাংলাদেশের র‌্যাংকিং ১৮৩। ২২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর আছে ১৬১-তে। যদিও, এই হামজা আসার পরই প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে রুখে দিয়ে এসেছে স্বাগতিকদের। ভারতের র‌্যাংকিং সেখানে ছিল ১২৭।

মাঠে সেদিনই পার্থক্য গড়ে দিয়েছিলেন হামজাই, এবারও কি তাই হতে চলেছে? নতুন আরেকটি ম্যাজিক দেখানোর অপেক্ষায় বাংলাদেশের ফুটবল যুবরাজ!

Share via
Copy link