একটা সময় লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতেন স্প্যানিশ লা লিগায়। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা দ্বৈরথটা মঞ্চায়িত হয়েছিল লা লিগাতেই। প্রতি সাপ্তাহেই একে অপরকে যেন ছাড়িয়ে যাবার মিশনে নামতেন এই দুই মহাতারকা। শুধু মেসি রোনালদোই নয়, সে সময়টায় লা লিগায় খেলেছেন নেইমার, গ্যারেথ বেলদের মতো তারকারাও। এমন তারকায় ভরপুর লা লিগাতে যেন এখন তারকার খড়াই চলছে বলা যায়।
আগামীর ফুটবল বিশ্বে রাজত্ব করবেন বলে যাকে মনে করা হচ্ছে সেই কিলিয়ান এমবাপ্পেকে গত মৌসুমে প্রায় দলে ভিড়িয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। সব যখন মোটামুটি নিশ্চিত ঠিক তখনই বড় বেতনে পিএসজির সাথে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। রিয়াল আর এমবাপ্পের পেছনে ছুটবে না বলে একটা পর্যায়ে মনে হলেও সামনের গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে আবারো গুঞ্জন শুরু হয়েছে এমবাপ্পেকে দলে ভেরাতে যাচ্ছে রিয়াল।
স্প্যানিশ লা লিগা সভাপতি তেবাসও মনে করেন, রিয়াল মাদ্রিদ ছাড়া লা লিগার অন্য কোনো ক্লাবের সামর্থ্য নেই এমবাপ্পেকে দলে ভেরানোর। এক স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘লা লিগার একমাত্র ক্লাব রিয়াল মাদ্রিদ যাদের সক্ষমতা আছে এমবাপ্পেকে কেনার। আমি তাকে লা লিগায় খেলতে দেখতে চাই।’
২০২৫ সাল পর্যন্ত পিএসজির সাথে চুক্তি আছে কিলিয়ান এমবাপ্পের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার পর আগামী মৌসুমে আবারো এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্নের কথাও বিভিন্ন সময় জানিয়ে এসছেন এমবাপ্পে।
তাই সামনের মৌসুম বা পরবর্তী কোনো সময় এমবাপ্পেকে বিখ্যাত সাদা জার্সিতে বার্নাব্যুতে খেলতে দেখলে অবাক হবার কিছু থাকবে না। এমবাপ্পে লা লিগায় এলে আদতে লাভ হবে লা লিগা কর্তৃপক্ষেরই। টিভি সত্ত্ব থেকে শুরু করে জনপ্রিয়তার দিক থেকেও পুরোনো জৌলুস ফিরে পেতে পারে লা লিগা।