গোটা পাকিস্তান জুড়েই যেন হতাশা। পাকিস্তানের ক্রিকেট যেন ছুটছে পেছন পানে। সাবেক খেলোয়াড়দের মধ্যেও তাই হতাশার তীব্রতা ছড়িয়ে পড়ছে অতি দ্রুতই। সাম্প্রতিক পারফরমেন্সে হতাশা পরিণত হয়েছে ক্ষোভে। অন্যদিকে, ভারতের ক্রিকেট যেন ক্রমশ সুদিনের পথে ছুটে চলছে।
তাইতো পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি অনুরোধ করেছেন ভারতকে অনুসরণ করতে। তিনি মনে করেন পাকিস্তান ক্রিকেট ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডদের মত দেশের ক্রিকেট কাঠামো অনুসরণ করে নিজদের উন্নয়ন করতে চায়। কিন্তু সে কাঠামো যে পাকিস্তানের জন্য ফলপ্রসূ নয়।
বাসিত আলির মতে, পাকিস্তানের ক্রিকেটের ভিত্তি দূর্বল। সেই দূর্বল ভিত্তিকে শক্ত করতে প্রয়োজন লাল বলের ঘরোয়া ক্রিকেট। খেলোয়াড়দের সার্বিক উন্নয়নের জন্য লঙ্গার ভার্শন ক্রিকেটের কোন বিকল্প নেই। তিনি ভারতের দুলীপ ট্রফির উদাহরণ টেনে বলেছেন, ‘দুলীপ ট্রফি শুরু হতে চলেছে। এটা কি কোন ওয়ানডে অথবা টি-টোয়েন্টি টুর্নামেন্ট? এটা চারদিনের টুর্নামেন্ট। তারা তাদের ভিত্তি শক্ত করার দিকে মনোযোগ দিয়েছে, সে কারণেই তারা সফল।’
মূলত বাংলাদেশের কাছে টেস্টে ১০ উইকেটের পরাজয় মেনে নিতে পারছে না পাকিস্তানের কেউই। তাছাড়া এই টেস্ট সিরিজে পর পাকিস্তানের শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স কাপ। ওয়ানডে ফরম্যাটে সেই টুর্নামেন্ট পাকিস্তানের ক্রিকেটের জন্য ততটাও ফলপ্রসূ হবে না বলেই মনে করেন বাসিত আলি। সে জন্য বাসিত ভারতকে অনুসরণ করবার কথা বলেছেন।
তিনি বলেন, ‘টেস্ট সিরিজের পর চ্যাম্পিয়ন্স কাপ শুরু হবে। তারা (পিসিবি) ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে অনুকরণ করছে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, দয়া করে তাদেরকে অনুসরণ করুন। অনুকরণ করতেও আপনার বুদ্ধিমত্তা প্রয়োজন। ভারত যা করছে স্রেফ তা অনুসরণ করুন।’
একটা দেশের ক্রিকেট উন্নয়নের যাত্রাটা শুরু করতে হয় ঘরোয়া ক্রিকেট থেকে। আর একজন খেলোয়াড়ের পূর্ণ পরীক্ষা নেয় লঙ্গার ভার্শন ক্রিকেট। তাইতো বাসিত আলী চার দিনের টুর্নামেন্টের উপর বেশি গুরুত্বারোপ করছেন। পাকিস্তান ক্রিকেট সুদিন ফিরুক, তিনি সেটিই প্রত্যাশা করেন।