এশিয়ার চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারাল ইংল্যান্ডের যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের যুবাদের যাত্রা শুরু বড়সড় পরাজয় দিয়ে। এশিয়ার চ্যাম্পিয়ন দলটি ইংল্যান্ডের তরুণদের সামনে বেজায় ধুকেছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের যুবাদের যাত্রা শুরু বড়সড় পরাজয় দিয়ে। এশিয়ার চ্যাম্পিয়ন দলটি ইংল্যান্ডের তরুণদের সামনে বেজায় ধুকেছে। ২১০ রানের লক্ষ্যমাত্রা টপকাতে পারেননি সামির মিনহাসরা।

নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অ-১৯ দলের অধিনায়ক ফারহান ইউসুফ। বোলিং আক্রমণে নিজেদের শক্তিমত্তা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। সেই চিন্তা ধারণা ফলরুপে ধরাও দিতে শুরু করে। ১০০ রানের আগেই ইংল্যান্ড হারায় চার উইকেট।

এরপর সুদৃঢ় পার্টনারশীপ গড়েন ক্যালেব ফ্যালকনার ও রালফি অ্যালবার্ট। এই দুইজনের ৮০ রানের জুটিতেই মোটামুটি লড়াকু পুঁজি গড়ে ইংল্যান্ড। ২১০ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে একমাত্র ফিফটি হাঁকান ফ্যালকনার। পাকিস্তানের লেগি আহমেদ হুসাইন নেন তিনটি উইকেট। 

জবাব দিতে নেমে তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তানের ব্যাটাররা। দলের অন্যতম সেরা ব্যাটার সামির মিনহাস আউট হন স্রেফ ১০ রান করে। এরপরই যেন আতঙ্কে পড়ে যায় পাকিস্তানের গোটা ব্যাটিং ইউনিট। ৮৫ রান তুলতেই দলের ছয় জন ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে।

এদের মধ্যে স্রেফ অধিনায়ক ইউসুফ লড়াই করার সিদ্ধান্ত নিয়ে লম্বা পথ পাড়ি দেন। কিন্তু ৬৫ রানে তিনি আউট হলে পাকিস্তানের জয়ের সমস্ত সম্ভাবনা সেখানেই থমকে যায়। পরাজয় তখন অবধারিত হয়ে দাঁড়ায়। শেষ অবধি ১৭৩ রানে অলআউট হয় পাকিস্তানের যুবারা।

ইংল্যান্ডের অ্যালেক্স গ্রিন, জেমস মিন্টো, রালফি আলবার্ট দুইটি করে উইকেট তুলে নিয়ে দলকে এনে দেন ৩৭ রানের জয়। এই পরাজয়ের সদ্য এশিয়াকাপ জয়ী পাকিস্তানের দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে গেছে নিশ্চয়ই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link