জিম্বাবুয়ে, কানাডা আর আয়ারল্যান্ডকে দেখা মাত্রই যেন পাকিস্তান দল বলে ওঠে ‘ওয়াও’। বাকিদের প্রতিপক্ষ হিসেবে পেলেই যেন পাকিস্তানি ক্রিকেটারদের মনে বেজে ওঠে ‘ধ্যাত’। রসিকতা করার উপলক্ষ বারবার তৈরি করে দিচ্ছে পাকিস্তানের ক্রিকেট। সমালোচকরা প্রায়শই বলে বেড়ায়, র্যাংকিংয়ের নিচের সারির দলগুলো পাকিস্তানের পছন্দের প্রতিপক্ষ।
সেই মন্তব্যকে রীতিমত চিরন্তন সত্য প্রমাণে উঠে-পড়ে লেগেছে গোটা পাকিস্তান দল। শেষ ১৬টি টি-টোয়েন্টি ম্যাচের স্রেফ চারটিতে জিতেছে পাকিস্তান। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি ম্যাচ জিতেছে দলটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা। এছাড়াও সহজ গ্রুপে কানাডাকে পরাজিত করেছিল পাকিস্তান।
ব্যাস, মাঠে গড়ানো শেষ ১৬টি ম্যাচে এই হচ্ছে পাকিস্তানের জয়ের হিসেব। এর মধ্যে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে দুইটি গড়িয়েছিল মাঠে। সেই দুইটি আর জেতা হয়নি পাকিস্তানের।
এরপর বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের কাছেও ম্যাচ হেরেছে দলটি, তাও আবার সুপার ওভারে। এছাড়া চিরপ্রতিদ্বন্দী ভারতের কাছে পরাজিত হওয়া তো তাদের জন্যে নিত্যদিনের ঘটনা।
বিশ্বকাপের পর আরও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। এর মধ্যে স্রেফ জিম্বাবুয়েকে হারাতে পেরেছে তারা। যদিও তিন ম্যাচের সেই সিরিজেও একটি ম্যাচে হেরেছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দল। তার আগে অস্ট্রেলিয়ার কাছে ধবল ধোলাই হয়েছে। দক্ষিণ আফ্রিকাও হোয়াইট ওয়াশের আশায় ছিল বটে। কিন্তু বৃষ্টির জল বাঁচিয়ে দিয়েছে পাকিস্তানকে।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের নেই কোন জয়। সেই জয়ের অন্বেষণে নিউজিল্যান্ডে গিয়েও পাকিস্তানের হাতে লবডঙ্কা। পাকিস্তানের এই দশা দেখে তাই, সেই পুরনো ডায়লগ মনে পড়ে যায়, ‘হাম নেহি জিতেগা, দিস ইজ আওয়ার টার্গেট।’