রাজনীতিতে পূর্ণ পাকিস্তানের ক্রিকেটাঙ্গন

সম্প্রতি কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করেছেন।

আকাশসম প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে এসেছিল পাকিস্তান, কিন্তু গ্রুপ পর্বের বাঁধা ডিঙিয়ে সেরা আটেই যেতে পারেনি দলটি৷ দলের এমন পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের সমালোচনা তো হচ্ছেই, সেই সাথে পাকিস্তান ক্রিকেটের নীতিনির্ধারকরাও পড়েছেন তোপের মুখে। অনেক সাবেক ক্রিকেটার ইতোমধ্যে সরব হয়েছেন এ ব্যাপারে।

সম্প্রতি কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘পিসিবিতে আমাদের যোগ দিতে বলা হয়নি, পাকিস্তান ক্রিকেট থেকে দূরে আছি এটাই ভাল। আমার জন্য এটা আসলে আশীর্বাদ, কেননা পাকিস্তান ক্রিকেট এখন রাজনীতি আর সমালোচনায় পূর্ণ।’

টিম ম্যানেজম্যান্টের অস্থিতিশীলতার কথাও তুলে ধরেন এই বাঁ-হাতি পেসার। কেন শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হলো আবার কেন তাঁকে এক সিরিজ পর বাদ দেয়া হলো এসব নিয়ে আক্ষেপ করেন তিনি। তাঁর মতে, কাউকে অধিনায়ক করা হলে তাঁকে যথেষ্ট সময় দেয়া উচিত।

এই কিংবদন্তি বলেন, ‘বাবরকে সরিয়ে শাহীনকে নেতৃত্ব দেয়া হলো, এরপর একটা সিরিজ হারতেই আবার পরিবর্তন! এটা মোটেই ঠিক নয়, বিশ্ব ক্রিকেটে সবাই আমাদের নিয়ে হেসেছে। কেউই এমন সিদ্ধান্তের কারণ বোঝেনি। যদি আপনি কাউকে অধিনায়ক বানান, তাহলে এক বছর তো সময় দিবেন।’

মূলত পিসিবির চেয়ারম্যান হিসেবে মহসিন নাকভি দায়িত্ব পাওয়ার পরেই বাবর আজমকে পুনর্বহাল করতে চেয়েছিলেন। বলতে গেলে, ক্ষমতা ব্যবহার করেই অতঃপর নিজের ইচ্ছে পূরণ করেন তিনি। আর সেটা পছন্দ হয়নি আরেক পেসার শোয়েব আখতারের।

তিনি বলেন, ‘বাবর আজমকে অধিনায়ক বানিয়েছে কে? সেই আইনস্টাইনটা কে? আমার জানা দরকার তাঁর পরিচয়। সে কি আসলে নিজের কাজটা ভালভাবে জানে, অধিনায়কত্ব সম্পর্কে একটা বা দুইটা জিনিস জানে?’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...