লাহোর কালান্দার্সের বিপক্ষে রোমাঞ্চকর একটা জয় পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। স্বাভাবিকভাবেই তাঁর উপর বেশ সন্তুষ্ট কোচ শেন ওয়াটসন, ম্যাচ শেষে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন এই অজি তারকা।
পাক পেসারের মানসিক দৃঢ়তা এবং ব্যাটিং সামর্থ্য নিয়ে এখন বড় স্বপ্ন দেখছেন তিনি। সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই আমরা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সাথে কথা বলে আসছি, যতটা সম্ভব দৃঢ় থাকার ব্যাপারে। তাঁর অসাধারণ পাওয়ার হিটিং সামর্থ্য আছে, তাই তাঁকে শুধু মনোযোগী থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপর।’
ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সঙ্গে এরপর ওয়াসিমের তুলনা করেন তিনি। তাঁর মতে, রাসেল যেভাবে ফিনিশার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেই সম্ভাবনা ওয়াসিমের মাঝেও আছে।
ওয়াটসন বলেন, ‘আমরা তাঁর সাথে কথা বলেছি এগুলো নিয়ে। ব্যাটার হিসেবে তাঁর যেমন দক্ষতা এবং শক্তি আছে সেটি দিয়ে নিজেকে পাকিস্তানি আন্দ্রে রাসেলে পরিণত করতে পারবে। এই সম্ভাবনার প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি। বল হাতে সে ঝলক দেখিয়েছে, ফিল্ডার হিসেবেও যথেষ্ট দুর্দান্ত – সবমিলিয়ে পরিপূর্ণ প্যাকেজ।’
লাহোরের বিপক্ষে এদিন জয়ের জন্য ১৬৭ রান করতে হতো কোয়েটাকে। সৌধ শাকিলের অনবদ্য ৮৮ রানের ইনিংসে এক বলে চার রানের সমীকরণে নেমে আসে ম্যাচ। শেষ বলে স্ট্রাইকে ছিলেন ওয়াসিম জুনিয়র আর বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি – ফলাফল মিড উইকেটের উপর দিয়ে বিশাল এক ছক্কা।
এই জয় স্রেফ দুই পয়েন্ট এনে দেয়নি বরং রাইলি রুশোর দলকে প্লে-অফের টিকিট এনে দিয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ চার বছরের খরা কাটিয়ে পিএসএলের প্লে-অফে জায়গা পেয়েছে তাঁরা।