চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের গুটিয়ে নেবে পাকিস্তান!

সময় যত ঘনিয়ে আসছে, ঝামেলা যেন ততই ঘনীভূত হচ্ছে। নিজ নিজ অবস্থান থেকে এক চুল পরিমাণও সরতে নারাজ ভারত কিংবা পাকিস্তান।

আবারও সৃষ্টি হয়েছে গোলমেলে পরিবেশ। ভারত-পাকিস্তান বিবাদের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে পাকিস্তান। সময় যত ঘনিয়ে আসছে, ঝামেলা যেন ততই ঘনীভূত হচ্ছে। নিজ নিজ অবস্থান থেকে এক চুল পরিমাণও সরতে নারাজ ভারত কিংবা পাকিস্তান।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আবারও আয়োজিত হতে চলেছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। এবারের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু পাকিস্তানে যেতে আপত্তি রয়েছে ভারতের।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট  ইন ইন্ডিয়া (বিসিসিআই) সাফ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে যাবে না। এমতাবস্থায় হাইব্রিড মডেল প্রস্তাব করেছে বিসিসিআই।

আইসিসি থেকেও ভারতের এই প্রস্তাবের কথা জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কিন্তু তারাও স্পষ্ট  বার্তা দিয়ে রেখেছে, পাকিস্তানের বাইরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় না তারা। পিসিবি প্রধান মহসিন নাকভি দিয়েছেন সে বার্তা।

এই পরিস্থিতিতে পাকিস্তানের হাত থেকে ফসকে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ। তবে তেমনটি ঘটলে পাকিস্তান হয়ত গোটা টুর্নামেন্টকেই বয়কট করবে। সূত্রমতে, পাকিস্তান দল যেন অংশ না নেয় সরকার থেকেই তা নিশ্চিত করা হবে। এমনকি মহসিন নাকভি নিজেও সরকারের মন্ত্রিপরিষদের অংশ।

পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে জল আরও ঘোলা হওয়া বাকি। ইতোমধ্যে পরিস্থিতি বাধ্য করে আইসিসি-কে সূচি ঘোষণার অনুষ্ঠান বাতিল করতে। পাকিস্তানও এবার নাছোড়বান্দা। অন্যদিকে, ভারত তাদের সিদ্ধান্তের অনঢ়। শেষ অবধি জল কতটুকু গড়ায় তা দেখার অপেক্ষা।

Share via
Copy link