সফেদ জার্সিতে ব্যাট যোগে শুরুটা ভাল পাচ্ছেনা পাকিস্তান ক্রিকেট দল। ২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে ওপেনিং জুটিতে এক প্রবল রান খরার মাঝ দিয়ে চলছে তারা।
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৮ টেস্ট খেলেছে পাকিস্তান ক্রিকেট দল। যেখানে ৫ টেস্টে ওপেনিং জুটিতে দেখা গেছে আবদুল্লাহ শাফিক ও সাইম আইয়ুবকে। যেখানে তারা ব্যাট করেছে ১০ ইনিংস।
তবে ওপেনিংটা জমে উঠতে পারছে না পাকিস্তান দলে। এই ১০ ইনিংসে জুটির সর্বোচ্চ রান মাত্র ১৫। একত্রে তারা তুলেছে মোট ৪৭ রান। তাও ৪.৭ গড়ে।
ওপেনারদের ২০২৪ সালের ব্যাক্তিগত রেকর্ডও যেন এক শোচনীয় গল্প বলে। ওপেনার আবদুল্লাহ শাফিক চলতি বছর ৫ টেস্ট খেলেছেন। যদিও ইংলিশদের সাথে শতক পেয়েছেন। তবে এর বাইরে তেমন কিছুই করতে পারেননি তিনি। ১৫.৫০ গড়ে তুলেছেন কেবল ১৫৫।
অন্যদিকে তুলনামূলক অনভিজ্ঞ সাইম আইউবের অভিষেক হয়েছে বছরের শুরুর দিকে। পাচ টেস্টের ক্যারিয়ারে তিনটি অর্ধশতক রয়েছে তার। তবে গড় মাত্র ২৯.৬০।
এককথায় শোচনীয় ওপেনিং দশাই বলা চলে পাকিস্তান ক্রিকেট দলের। এর ফলও পাচ্ছে তারা হাতেনাতে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবলের শেষ প্রান্তে রয়েছে তারা।
এখোনো পাকিস্তানই একমাত্র দল যারা জয়ের দেখা পায়নি। মাত্র ১৬.৬৭ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা।
আদতেও লাল বলের ক্রিকেটে পাকিস্তান শিবিরের সময়টা ভাল যাচ্ছে না। যার পেছনের অন্যতম কারণ ওপেনারদের ব্যার্থতা। অনেক ক্ষেত্রে এক দুইটি ভাল শট খেললেও ভাল শুরু পাচ্ছে না তারা। ফলে শুরুর দিকের চাপ মোকাবেলাও দলের জন্য হয়ে পড়ছে কঠিন।