হঠাৎ করেই নিরাপত্তা ঝুকির কথা বলে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। আজ প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে এই সিদ্ধান্ত নেয় কিউইরা। এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, তারা চেষ্টার কমতি করেনি।
এ বিষয়ে প্রেস রিলিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ‘আজকে নিউজিল্যান্ড দল থেকে আমাদের জানানো হয় নিরাপত্তাজনিত কারণে তারা সিরিজ বাতিল করতে চায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তান সরকার প্রতিটা দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে। আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকেও সেটা দিয়েছি। পাকিস্তান সরকার থেকে ব্যক্তিগত ভাবে নিউজিল্যান্ড সরকারকে নিশ্চিতও করা হয়েছে যে আমাদের ইন্টেলিজেন্স সিস্টেম বিশ্বের অন্যতম সেরা। তাই নিরাপত্তার হুমকি আছে এমন ভাবার কোনো অবকাশই নেই। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিকিউরিটি অফিসিয়ালসরাও বেশ সন্তুষ্ট ছিলেন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ‘
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে নিউজিল্যান্ড। তাই উত্তেজনার মাত্রাটাও ছিলো অনেক বেশি। তবে, প্রতিক্ষিত সেই সিরিজ বাতিল হলো ম্যাচ মাঠে গড়ানোর আগেই। গতকাল পর্যন্ত যেখানে ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে বেশ খুশি ছিলেন, সেখানে ম্যাচের আগ মূহুর্তে নিরাপত্তাজনিত কারণেই বাতিল হলো পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজ। এমনকি দ্রুতই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
মূলত নিউজিল্যান্ড সরকারের সিকিউরিটি অ্যালার্টের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস রিলিজের মাধ্যমে জানায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নিউজিল্যান্ডের সিকিউরিটি টিমের পরামর্শ অনুযায়ী এমন সিদ্ধান্ত নিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। আপাতত এ বিষয়ে বিস্তারিত কিছুই খোলাসা করেনি কেউই।
তিন ম্যাচ ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর শেষে গত ১২ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি জমায় কিউইরা। আজ ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই দলের। এদিকে ম্যাচের কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড সরকারের এমন নিষেধাজ্ঞার পর হোটেল থেকে আর মাঠে জাননি ক্রিকেটাররা।
নিরাপত্তাজনিত হুমকির কারণে নিউজিল্যান্ডের আপত্তি জানানোতে পাকিস্তান দলও আর মাঠে যায়নি। নিউজিল্যান্ড সরকারের নিরাপত্তা দলের পরামর্শের পরই নিউজিল্যান্ড ক্রিকেট থেকে খেলোয়াড়দের প্রতি বিশেষ বার্তা পাঠানো হয়। আর সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী সিরিজটি বাতিল করছে নিউজিল্যান্ড ক্রিকেট; এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।
আসন্ন ইংল্যান্ডের সফরও খুব সম্ভবত বাতিল হচ্ছে হলফ করেই বলা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেটের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারেও বলে মনে করেন অনেকে। এদিকে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ টুইট বার্তায় জানান এমনটা প্রত্যাশা ছিলো না, পাকিস্তান এখন বেশ নিরাপদ।