বিশ্বকাপে বাদ পড়ার শঙ্কায় তিন পাকিস্তানি ক্রিকেটার

বিশ্বকাপের আগে পাকিস্তানের একমাত্র আন্তর্জাতিক মঞ্চ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজেই নির্ধারিত হতে যাচ্ছে বিশ্বকাপে পাকিস্তানের রূপরেখা। এই সিরিজই কিছু ক্রিকেটারের জন্য অগ্নিপরীক্ষার মঞ্চ। বিশেষ করে তিনজনের জন্য, পারফরম্যান্স করতে না পারলে বিশ্বকাপ যাত্রা পণ্ড হতে পারে তাদের।

বিশ্বকাপের আগে পাকিস্তানের একমাত্র আন্তর্জাতিক মঞ্চ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজেই নির্ধারিত হতে যাচ্ছে বিশ্বকাপে পাকিস্তানের রূপরেখা। এই সিরিজই কিছু ক্রিকেটারের জন্য অগ্নিপরীক্ষার মঞ্চ। বিশেষ করে তিনজনের জন্য, পারফরম্যান্স করতে না পারলে বিশ্বকাপ যাত্রা পণ্ড হতে পারে তাদের।

  • নাসিম শাহ

প্রথম নামটা নাসিম শাহ।  সাম্প্রতিক সময়ের টি-টোয়েন্টি পরিসংখ্যান বলছে, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই ডানহাতি পেসারের। ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছেন নাসিম। তাঁর বোলিং গড় ৩১.৪৩।

বিবিএল শেষে বিশ্বকাপে শাহিন আফ্রিদি ও হারিস রউফের ফেরাটা প্রায় নিশ্চিতই বলা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে যদি নাসিম বল হাতে নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে বিশ্বকাপের দৌড়ে তাঁর নাম কাটা পড়ার সম্ভাবনাই বেশি।

  • আবদুল সামাদ

ক্লিন হিটিংয়ের জন্য পরিচিত আবদুল সামাদ এখনো আন্তর্জাতিক মঞ্চে নিজের সামর্থ্যের পুরোটা দেখাতে পারেননি। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৬৬ রান। গড় ১৩.২, স্ট্রাইক রেট ১১৩.৮।

শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে সুযোগ পেলেও, বিশ্বকাপের দৌড়ে প্রতিযোগিতা এখানে কঠিন। খাজা নাফে ও উসমান খানের মতো ব্যাটাররা যদি এই সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেন, তাহলে বিশ্বকাপের দলে জায়গা হারাতে পারেন আবদুল সামাদ।

  • মোহাম্মদ ওয়াসিম জুনিয়র 

নাসিম শাহের মতোই চাপের মুখে আছেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ২০২৪ সাল থেকে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন মাত্র দুই টি উইকেট। তাঁর বোলিং গড় ৭৫, স্ট্রাইক রেট ৫৭ এবং ইকোনমি ৭.৮৯। নাসিমের তুলনায় রান কিছুটা কম দিলেও, উইকেট না পাওয়ার সমস্যাটা স্পষ্ট হয়ে উঠেছিল চলতি বছরের টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজেই।

এদিকে সাম্প্রতিক সময়ে সালমান মির্জা  এবং ফাহিম আশরাফরা দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন। ফলে শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থ হলে ওয়াসিম জুনিয়রের বিশ্বকাপ স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link