পাকিস্তানের ট্রেনিং এখন স্রেফ বিনোদন

পাকিস্তানি ক্রিকেটারদের সাম্প্রতিক ট্রেনিংয়ে সমালোচনার মাত্রা যেন বেড়ে গেল কয়েক গুণ।

নিন্দার ঝড় বইছে পাকিস্তান ক্রিকেটে। সেই ঝড় আর থামছেই না। পাকিস্তানি ক্রিকেটারদের সাম্প্রতিক ট্রেনিংয়ে সমালোচনার মাত্রা যেন বেড়ে গেল কয়েক গুণ। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাক-ক্রিকেটারদের ট্রেনিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে, সেই সাথে  বিকশিত হয় সমর্থকদের সমালোচনার শাখা-প্রশাখা।

ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি ক্রিকেটাররা ম্যাট্রেসের উপর ঝাপিয়ে পড়ে ক্যাচ নেয়ার ট্রেনিং নিচ্ছে। সেখানে পাকিস্তানি ব্যাটার ইমাম-উল-হককেও ট্রেনিং করতে দেখা যায়। তবে পাকিস্তানি ক্রিকেটারদের এই পদক্ষেপ মন ভরাতে পারেনি সমর্থকদের। তাঁরা বিষয়টিকে স্রেফ হাস্যকর বলে মনে করছেন।

বিশ্বকাপের আগে সকল ধরণের প্রস্তুতিই নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে বরণ করে লজ্জার পরাজয়। কোচ-অধিনায়ক-বোর্ড সব কিছুতে পরিবর্তন আনার পরেও যেন এখনো সফলতার দূরত্ব হাজার মাইল।

তাইতো সাম্প্রতিক সময়ে তাদের ট্রেনিং সমর্থকদের কাছে হাস্যরসের পাত্র বনে গিয়েছে। কেননা, বিশ্বকাপের ঠিক আগেও পাকিস্তানি ক্রিকেটাররা কাকুলে আর্মি ট্রেনিং সম্পন্ন করেছিল। সেই হাড়ভাঙ্গা পরিশ্রম কোনো কাজে আসেনি বিশ্বমঞ্চে। সকল আয়োজন হয়েছে বৃথা।

নানান ধরণের পরিবর্তন  আর ট্রেনিংয়েও যেন কোনো সাফল্য ধরা দিচ্ছে না পাকিস্তানের জালে। বরং নিয়মিত হাস্যরসের পাত্র বনে যাচ্ছে পিসিবি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...