ছোট ফরম্যাটের বড় থ্রেট

টি-টোয়েন্টি মানেই এখন রানবন্যা। ব্যাটসম্যানরা যত বেশি রান করতে পারে, তত বেশি বিনোদন পায় দর্শকেরা। আর তাই ব্যাটিং সহায়ক পিচ, ফিল্ড রেস্ট্রিকশন এর মত সুবিধা দেয়া হয় ব্যাটারদের৷ অন্যদিকে বোলারদের জন্য তাই এই ফরম্যাটে খেলা একটু চ্যালেঞ্জিং।

তারপরও প্রতিকূলতার মাঝে কয়েকজন বোলার ঠিকই পারফর্ম করেছেন। পিচের সাহায্য না পেলেও নিজের বুদ্ধিমত্তা আর দক্ষতার জোরে নাকাল করেছেন ব্যাটারদের। টি-টোয়েন্টি যুগের শুরু থেকে এখন পর্যন্ত এমন সেরা বোলারদের নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তৈরি করে অল টাইম টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিং।

এই র‍্যাংকিংয়ের দিকে তাকালে বোঝা যাবে পাকিস্তানের আধিপত্য। সেরা পনেরো জনের পাঁচজন-ই পাকিস্তানের। পাক ক্রিকেটের সেরা এই পাঁচজনকে এবার দেখা নেয়া যাক।

  • উমর গুল

আইসিসির অল টাইম টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে সবার উপরে আছেন পাকিস্তানি ফাস্ট বোলার উমর গুল। ৮৫৭ রেটিং নিয়ে তালিকার এক নম্বরে আছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে অবিশ্বাস্য এক ক্যারিয়ার রয়েছে উমর গুলের।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছিলেন গুল, দীর্ঘ নয় বছর খেলার পর ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর গ্রহন করেন তিনি। এর মাঝে পাকিস্তানি এই তারকা খেলেছিলেন ৬০ ম্যাচ; সেই সাথে তুলে নিয়েছেন ৮৫ উইকেট। তাঁর বোলিং গড় মাত্র ১৬.৯৬, আর ইকোনমি ৭.১৯।

  • শহীদ আফ্রিদি

পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি আইসিসির অল টাইম টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে আছেন সাত নম্বরে। ৮১৭ রেটিং নিয়ে পাকিস্তানিদের মাঝে দ্বিতীয় সেরা আফ্রিদি। ২০০৬ সালে অভিষেকের পর থেকে প্রায় এক যুগ পাকিস্তানের সবুজ জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি। এক ম্যাচের জন্য অবশ্য শততম ম্যাচ খেলা হয়নি তাঁর।

বর্নাঢ্য এক ক্যারিয়ারে ৯৯ ম্যাচে ৯৮ উইকেট পেয়েছেন সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানিদের মাঝে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। ২৫ এর নিচে বোলিং গড় আর সাড়ে ছয়ের মত ইকোনমি আফ্রিদির দুর্দান্ত লেগ স্পিনের প্রমাণ।

  • সাঈদ আজমল

পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা রহস্য স্পিনার ছিলেন সাঈদ আজমল। আইসিসির অল টাইম টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে এই অফ স্পিনার আছেন ১১ নম্বরে। একসময় সেরা দশে থাকলেও এখন ৭৮৮ রেটিংধারী আজমল আছেন দশের বাইরে।

২০০৯ সাল থেকে ২০১৫ – মাত্র ছয় বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার সাঈদ আজমলের। এই অল্প সময়েই অবশ্য নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। ৬৪ ম্যাচে ৮৫ বার ব্যাটসম্যানকে আউট করেছেন। সাবেক এই ক্রিকেটারের বোলিং গড় ১৭.৮৪ এবং ইকোনমি মাত্র ৬.৩৬।

  • ইমাদ ওয়াসিম

এখনো খেলার মাঝে এমন পাকিস্তানি ক্রিকেটারদের মাঝে আইসিসির সব সময়ের টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে সবার উপরে আছেন ইমাদ ওয়াসিম। এমনিতে ৭৮০ রেটিং নিয়ে তিনি আছেন তালিকার বারো নম্বরে।

এখন পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই স্পিনার ঝুলিতে পুরেছেন ৫৫টি উইকেট। ২৩.৪৯ বোলিং গড়ের পাশাপাশি ৬.৩৩ ইকোনমি টি-টোয়েন্টিতে এই বাঁ-হাতির কার্যকারিতা ভালভাবে বোঝায়।

  • শাদাব খান 

আইসিসির অল টাইম টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে সেরা পনেরোজনের মাঝে থাকা শেষ পাক ক্রিকেটার শাদাব খান। ৭৬৯ রেটিং লাভ করা শাদাব শন টেইটের সাথে যৌথভাবে আছেন তালিকার তেরো নম্বরে। ২০১৭ সালে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা শাদাব এরই মধ্যে নিজেকে সেরাদের একজনে পরিণত করেছেন।

এখন পর্যন্ত ৬৪ ম্যাচে ৭৩ উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। শাদাব খানের বোলিং গড় ২১.৭৯ এবং ইকনোমি ৭.১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link