দুয়ারে দুয়ারে ঘুরে জনে জনে দেওয়া হয়েছে প্রস্তাব। সাড়া দেয়নি কেউই। দলের কোচের আসন পূরণ করার জন্য কত চেষ্টাই না করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অবশেষে ঘুচতে যাচ্ছে কোচের কালো মেঘের ছায়া।
দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন আর অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি, সাবেক এই দুই ক্রিকেটারকেই দেখা যেতে পারে পাকিস্তানের কোচের ভূমিকায়। ২০১১ সালে ভারতের হয়ে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন।
তিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের কোচিং প্যানেলের দায়িত্বে আছেন। অপরদিকে, গিলেস্পি দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন। শোনা যাচ্ছে, তিনি পাকিস্তানের কোচের দায়িত্ব গ্রহণের জন্য নিজ দেশের দলের দায়িত্ব ছেড়েছেন।
লাল-সাদা বলের জন্য, আলাদা কোচ , আলাদা অধিনায়ক_ এটি ইংলিশ ক্রিকেট বোর্ড প্রণীত ফর্মুলা। পাকিস্তানও সেই একই ফর্মুলা নিজ দলে প্রয়োগ করতে যাচ্ছে। ভিন্ন বলের জন্য ভিন্ন অধিনায়ক, তা আগেই সম্পন্ন হয়েছে। তবে এখন বাকি আলাদা ফরম্যাটের জন্য আলাদা কোচের।
গত বছরের বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের কোচের পদটি শূণ্যই ছিল। যদিও পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ সাময়িকভাবে কোচের ভূমিকা পালন করেন। তবে পিসিবি তাঁকে পূর্ণ মেয়াদের দায়িত্ব দিতে দ্বিধায় ছিল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন পিসিবি কোচের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে ব্যর্থ হয়েছে। শেন ওয়াটসন থেকে শুরু করে ড্যারেন সামি মোটামুটি সবাই পাঠানো হয়েছে কোচ হওয়ার প্রস্তাব। তবে কেউই সেই প্রস্তাবে দেয়নি সাড়া।
প্রয়োজনীয় সকল নিয়ম মেনেই কোচ হওয়ার কাঙ্ক্ষিত প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানায় পিসিবি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি তাঁরা। পিসিবি শুধুমাত্র তাঁদের ওয়েবসাইটে কোচিং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল, আর সময়ের এই দীর্ঘতাকেই কোচ পেতে বিলম্বিত হওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে।