দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বড়সড় নির্বাচন সংকটে পড়েছে ভারতীয় দল। আগামী ১৪ নভেম্বর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শুভমান গিলের ভারত, আর সেই ম্যাচের আগে আলোচনায় ঋষাভ পন্ত ও ধ্রুব জুরেল।
একাদশে জায়গা পাবেন কোন উইকেটরক্ষক ব্যাটার। যদিও, সাম্প্রতিক হিসাব-নিকাশে মনে হচ্ছে। দু’জনেই জায়গা পেতে পারেন একাদশে।
ঋষাভ পান্ত ইনজুরি থেকে ফিরেছেন। তিনি দলের সহ-অধিনায়ক। তাঁকে বাইরে রাখাটা এই মুহূর্তে প্রায় অসম্ভব। আবার তাঁর ওপর সব রকমের চাপ এক বারে দিতে চাইবে না ভারত। তাই উইকেটরক্ষণের দায়িত্ব বর্তাতে পারে ধ্রুব জুরেলের ওপর।

আর জুরেলকে বাদ দেওয়ার পক্ষে কোনো যুক্তিও নেই। ধ্রুব জুরেলের সাম্প্রতিক ফর্মও তার পক্ষে কথা বলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তিনি করেছিলেন ১২৫ রানের ইনিংস, আর তার পরপরই দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে অপরাজিত ১৩২ রান করে আবারও নজর কাড়েন।
একাদশে জায়গা বের করতে হলে নিতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া যেতে পারে। সাই সুদর্শন ব্যাট করবেন তিন নম্বরে। রেড্ডি নিজের ভূমিকাটা এখনও প্রমাণ করতে পারেননি। ঘরের মাঠে তাঁর বোলিং খুব বেশি কার্যকর নয়। তাই, জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও চাইলে খেলানো যায়, সেক্ষেত্রে উইকেটের পেছনে দাঁড়াবেন পান্তেই।
সব মিলিয়ে, ভারতের প্রথম টেস্টের একাদশে ঋষাভ পন্তের পাশাপাশি ধ্রুব জুরেলকেও দেখা যেতে পারে—এমন ইঙ্গিতই দিচ্ছে আকাশ চোপড়ার বিশ্লেষণ। এখন দেখার বিষয়, শুভমান গিল ও গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কাকে অগ্রাধিকার দেয়।











