নিজের জায়গা থেকে দিয়েছেন সর্বোচ্চ, দলের জয়ে রেখেছেন বিশেষ ভূমিকা; তবুও ঝুলিতে এলো না ম্যাচ সেরার তকমা, বলছি ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্তের কথা। ভারত-পাকিস্তানের সর্বশেষ ম্যাচে পান্ত ভালো খেলেও ম্যাচ সেরার পুরস্কার না পাওয়ায়, তা নিয়ে মন্তব্য করেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তাদের সপ্তম জয় তুলে নেয় ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে ৬ রানে প্রতিপক্ষকে হারায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১২০ রানের লক্ষ দেয় ভারত। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১১৩ রান করতে সক্ষম হয় পাকিস্তান।
ম্যাচে ভারতের সেরা বোলার ছিলেন জাসপ্রিত বুমরাহ। এই স্পিডস্টার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদকে আউট করে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন। যার ফলস্বরূপ ম্যান অফ দ্য মাচের পুরষ্কার পান তিনি। বিশ্বকাপে এটি তার টানা দ্বিতীয় ম্যাচ সেরার পুরষ্কার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রতিযোগিতার প্রথম ম্যাচেও দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।
ভারত বনাম পাকিস্তান ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দুইটি উইকেট নিয়েছিলেন। আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল ব্যাট হাতে ২০ রানের পাশাপাশি ২ ওভারে একটি উইকেট নেন।
তবে পাকিস্তানের বিপক্ষে ঋষভ পান্ত ৪২ রান করে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং স্ট্যাম্পের পেছনে তিনটি ক্যাচও নিয়েছিলেন। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন পান্তের প্লেয়ার অফ দ্য ম্যাচ এর পুরষ্কার পাওয়া উচিত ছিল। তবে সিদ্ধান্ত গ্রহনকারীরা বুমরাহর পক্ষে রায় দিয়েছেন।
ইরফান পাঠান ধারাভাষ্য বক্সে বলেছিলেন, ‘ অন্য প্রান্ত থেকে উইকেট পতন সত্ত্বেও ঋষভ পান্ত গুরুত্বপূর্ণ রান করেছেন। তিনি ৪২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যার ফলে ভারতের সংগ্রহ ১১৯ রানে পৌছায়। উইকেটরক্ষক হিসেবে কঠিন ক্যাচ নেন। তাঁর হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিন।’
চলমান মেগা ইভেন্টে দুই ম্যাচে দুটি জয়ের সাথে ভারতের সুপার এইট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। উপমহাদেশের দলটি ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের তৃতীয় গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে।