টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সহজ লক্ষ্য পেয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। দল এমন ভাবে আত্মসমর্পণ করার পর দলের ব্যাটিং অর্ডার ও ব্যাটসম্যানদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফায়ার রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের দেওয়া ১৪১ রান তাড়া করতে নেমে ৬ রানে হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে ও ডট বল খেলে দলকে চাপে রেখেছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা।
এরপর শেষের দিকের ব্যাটসম্যানরা চেষ্টা করেও বলের সাথে পাল্লা দিয়ে রান করতে পারেননি। যার ফলে সহজ লক্ষ্য পেয়েও হারতে হয় বাংলাদেশকে। আজ মাসকাটে গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন জানিয়েছেন রান তাড়া করতে নেমে যেমন খেলার প্রয়োজন ছিল তেমনটা খেলতেই পারেনি ব্যাটসম্যানরা।
পাপন বলেন, ‘এভাবে খেলে তো আমরা ১৪০ রান তাড়া করতে পারবো না। এটাতো আমাকে বলতে হবে না, কোচকে বলতে হবে না, প্লেয়ারদের বলতে হবে না। সব প্লেয়ার জানে এভাবে খেললে জিততে পারবো না। আমার কাছে মনে হয়েছে ঐ অ্যাপ্রোচটা ওদের ভিতর পাইনি। ঐ সময় যেমন খেলার দরকার ছিল ওটা ওদের ভিতর ছিল না।’
রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে দীর্ঘক্ষণ থাকলেও বলের সাথে পাল্লা দিয়ে রান করতে পারেননি। যার ফলে শেষের দিকে রানরেট বেড়ে যায় বাংলাদেশের। সাকিব করেন ২৮ বলে ২০ রান, মুশফিক করেন ৩৫ বলে ৩৮ রান ও মাহমুদউল্লাহ করেন ২২ বলে ২৩ রান।
দলের সিনিয়র তিন ব্যাটসম্যানই নেগেটিভ ব্যাটিং করেছেন। পাপন মনে করেন দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘আমার মতে যেহেতু তিন ওভারের ভিতর দুটো উইকেট পড়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই ব্যাটিং অর্ডার পরিবর্তন করা দরকার ছিল। কাউকে তিনে খেলাতেই হবে, কাউকে চারে খেলাতেই হবে, এটাতো ম্যাচের কন্ডিশনের উপর নির্ভর করে।’
শুধু ব্যাটসম্যানদের নিয়ে নয়; পাপন প্রশ্ন তুলেছেন বোলারদের নিয়েও। এক পর্যায়ে মাত্র ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকেই ১৪০ রানের বড় পুঁজি পায় স্কটল্যান্ড। পাপন জানিয়েছেন এটা কোন ভাবেই প্রত্যাশিত ছিল না। তিনি মনে করেন বোলিংয়েও ভালো করেনি বাংলাদেশ।
তিনি বলেন, ‘৫৩ রানে ৬ উইকেটে পড়ে যাওয়ার পরে স্কটল্যান্ডের মত দল আমাদের সাথে ১৪০ রান করে এটা কোন ভাবেই প্রত্যাশিত না। আমরা কেন এতো গুলো রান দিলাম। যদিও সবাই বলে বোলিং খুব ভালো হয়েছে। আমি মনে করি বোলিংও ভালো হয়নি। প্রথম দিকে ভালো হয়েছে, পরের দিকে বোলিংয়ে আমরা ভালো করিনি।’