‘রান রেট এত বেশি, এটা টেস্টের সাথে যায় না’

দারুণ ছন্দে ছিলেন। বল দারুণ ভাবে ব্যাটে-বলে আসছিল। একবার লাইফ পাওয়া নাজমুল হোসেন শান্ত চোখের সামনেই যেন ডাবল সেঞ্চুরির দেখাটা পাচ্ছিলেন।

কিন্তু, শেষ অবধি হয়নি। আউট হওয়ার আগে করেছেন ১৪৬ রান। শান্তর এই আক্ষেপ ছুয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকেও।

তিনি মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘শান্ত অসাধারণ ব্যাটিং করেছে। তবে আরেকটু রান হওয়ার কথা ছিল। যেহেতু সেট হয়ে গিয়েছিল আর আত্মবিশ্বাস নিয়ে খেলছিল। মনে হচ্ছিল ২০০ করলে অবাক হবো না, দেড়শ করলে ভালো হতো। এটা আমাদের চাওয়া বা ইচ্ছা, আমরা আরও ভালো দেখতে চাই।’

শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করে শান্ত আরও বলেন, ‘আজ অবশ্যই ব্যাটিং ভালো হয়েছে, ভালো দিন ছিল। তবে আরেকটু ভালো হতে পারত। জয়ও সেঞ্চুরি করতে পারলে আরও ভালো লাগত। ঠাণ্ডা মাথায়, টেস্ট মেজাজে খেলছিল। মনে হচ্ছিল ওর ডাবল সেঞ্চুরি দেখতে পাব।’

৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ মিরপুর টেস্টের চালকের আসনেই আছে। এই অবস্থা থেকে বাংলাদেশ কত দূর যাবে সেটা সময়ই বলে দেবে। বোর্ড সভাপতিও চান বাংলাদেশকে ভাল অবস্থানে দেখতে।

তিনি বলেন, ‘আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে টেস্ট টেস্টের মেজাজে খেলে না। আমার মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বল দেখে মেরেছে। বাজে বলে মেরেছে। আমাদের খেলোয়াড়দের বল বেছে নেওয়া ঠিকাছে। আমাদের আগেই পরিকল্পনা ছিল আগে ব্যাট করলে অন্তত ৪০০ রান যেন করতে পারি।’

‘এখন পর্যন্ত যা দেখছি কলাপ্স না করলে চারশর বেশি হবে। মিরাজ খুব সুন্দর খেলছে, গ্যাপে শট দেখে ভালো লেগেছে। মুশফিক এখনও আছে, সবচেয়ে নির্ভরযোগ্য। আশা করি একটা ভালো স্কোর তারা দাঁড় করাতে পারবে।’, যোগ করেন তিনি।

বাংলাদেশ দল মিরপুর টেস্টের প্রথম দিনে ওভার প্রতি সাড়ে চার রানেরও বেশি করে নিয়েছে। বিসিবি সভাপতির এই জায়গাটায় আপত্তি আছে।

তিনি বলেন, ‘আমার মনে হয়েছে রান রেট এত বেশি, এটা টেস্টের সাথে যায় না। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও দেখে এলাম। দ্রুত উইকেট পড়ার পর অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ নিতে যেভাবে ব্যাট করেছে। এটার পেছনে সবচেয়ে বড় কারণ শান্তর ব্যাটিং। ২৪ টার মতো চার আর দুইটা ছয়। এসেই আগ্রাসী ব্যাটিং করেছে। সেজন্য এটা হয়েছে। ঠিক আছে, বলছি না ঠিক হয়নি। তবে শটগুলো দেখতে খুব ভালো লেগেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link