টানা দুই হ্যাট্রিক, প্যাট কামিন্স এখন অনন্য উচ্চতায়

টানা দুই ম্যাচে দুই হ্যাট্রিক। অভাবনীয় এক দৃষ্টান্ত স্থাপন করে ফেললেন প্যাট কামিন্স। বাংলাদেশের পর আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্রিক করেছেন ডান হাতি এই বোলার। তাতে করে বিরল এক রেকর্ডের মালিক বনে গেছেন কামিন্স। এক বিশ্বকাপে যে এর আগে কেউই দু’টো হ্যাট্রিক করতে পারেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাট্রিক হয়েছিল সেই ২০০৭ সালে। এরপর দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে সকলকে। কিন্তু ২০২১ বিশ্বকাপে বদলে যায় সকল দৃশ্যপট। হ্যাট্রিকের মেলায় পরিণত হয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

কার্টিস ক্যাম্ফার হ্যাট্রিকের শুভসূচনা করেন। তার সাথে সেই আসরে যুক্ত হন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কাগিসো রাবাদা। এরপর ২০২২ সালের বিশ্বকাপেও হয়েছিল ২টি হ্যাট্রিক। সেবার সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেয়িয়াপ্পান ও আয়ারল্যান্ডের জশ লিটন হ্যাট্রিক করেন।

এবারের বিশ্বকাপে এখন অবধি হয়েছে ২টি হ্যাট্রিক। যার দুইটিই করেছেন প্যাট কামিন্স। আফগানিস্তানের মিডল অর্ডারে একাই ধ্বস নামিয়েছেন তিনি। কোনভাবেই যেন দলটির রান ১৫০ রানে গণ্ডি ছাড়াতে না পারে সে চেষ্টাই করেছেন। সফলও হয়েছেন।

১৮ তম ওভারের শেষ বলে তুলে নেন রশিদ খানের উইকেট। এরপর ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলেই আবারও উইকেট এসে জমা পড়ে তার নামের পাশে। করিম জানাতে পর গুলবাদিন নাইবও তার শিকারে পরিণত হন। তাতে করেই দ্বিতীয় হ্যাট্রিকের মালিক বনে যান অজি এই পেসার।

প্রায় একই রকম ঘটনার অবতাড়না ঘটিয়েছিলেন তিনি বাংলাদেশের বিপক্ষে। তবে সে ম্যাচের ১৮ তম ওভারের শেষ দুই বলে উইকেট বাগিয়েছিলেন ২টি। এরপর বিশতম ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে নিজের প্রথম হ্যাট্রিকের দেখা পেয়েছিলেন কামিন্স। তিন দিনের মাথায় দ্বিতীয় হ্যাট্রিকের মালিক এখন প্যাট কামিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link