যুগটাই যেন টি-ফ্রাঞ্চাইজি লিগের। টেস্ট খেলুড়ে দেশ গুলো তো বটেই, ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু করার তালিকায় নাম লিখিয়েছে আইসিসির সহযোগি দেশগুলোও। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দ্যা মেজর ক্রিকেট লিগ বা এমসিএল।
আসছে জুলাইয়ের ১৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এমসিএলের প্রথম আসর। বিভিন্ন দেশের সব বড় বড় নাম ইতোমধ্যেই নাম লেখাচ্ছেন এমসিএলে। এবার এমসিএল কর্তৃপক্ষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে এমসিএলের জন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র পত্র দেবার জন্য আহবান জানিয়েছে।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম গুলো জানাচ্ছে, পাকিস্তান যেন ক্রিকেটারদের এমসিএলে খেলার অনুমতি দেয় সে জন্য পিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে এমসিএল কর্তৃপক্ষ। পিসিবি এই প্রস্তাবে রাজি হলেও এর সাথে জুড়ে দিয়েছে একটি শর্ত। পিসিবির শর্ত অনুযায়ী প্রতি খেলোয়াড়ের এমসিএলে অংশগ্রহণের জন্য পিসিবিকে পঁচিশ হাজার ডলার করে পরিশোধ করবে এমসিএল।
এমসিএল কর্তৃপক্ষ এই শর্তের প্রেক্ষিতে এখনো কিছু জানায়নি। তারা পিসিবির কাছে বিষয়টি নিয়ে ভাবনার জন্য কিছুটা সময় চেয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় এমসিএল।
ছয় দলের ওই টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে নিজের চুক্তি প্রত্যাহার করেছেন জেসন রয়। রয় ছাড়াও আন্তর্জাতিক আরো অনেক তারকাই আকৃষ্ট হচ্ছেন এই এমসিএলের প্রতি।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই চুক্তি প্রত্যাহার করা হয়েছে। তবে ইসিবি আরো জানায়, চুক্তি প্রত্যাহারের বিষয়টি জেসন রয়ের ইংল্যান্ড দলে নির্বাচন করাতে কোনো প্রভাব ফেলবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসন রয় বলেন, ‘মেজর লিগ ক্রিকেটে খেলা নিয়ে ইসিবির সাথে আমার পরিষ্কার এবং সৌহার্দপূর্ণ কথা হয়েছে। আমার মেজর লিগ ক্রিকেটে খেলা নিয়ে ইসিবিও খুশি কারণ চুক্তির বাকি সময়টার জন্য তাদের কোনো অর্থ দিতে হবে না আমাকে।’