গত বছরের ২৪ ডিসেম্বরে ঘরোয়া পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তবে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল এই জুলাই-তে।
জাতীয় দলের সতীর্থদের সাথে ঘটা করেই সে অনুষ্ঠান উদযাপন করতে চেয়েছিলেন হারিস। তবে তাতে বাঁধ সেধেছে পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা– পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইসলামাবাদে হারিস রউফের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দলের ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। অবশ্য এর মূলে রয়েছে প্রতিকূল আবহাওয়া ও করাচি থেকে ইসলামাবাদের ফ্লাইট জটিলতা।
যদিও সে অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও শুভকামনা জানাতে ভোলেননি বাবর, শাহীনরা। শাহীন আফ্রিদির এক টুইটার পোস্টে দলের সব ক্রিকেটার ভিডিও বার্তায় হারিসকে শুভকামনা জানিয়েছে।
হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। তিনি ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। প্রথমে বন্ধুত্ব, অত:পর বিয়েতে পরিণয়।
২০২০ সালে লাহোরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় হারিস রউফের। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট, ২২ ওয়ানডে এবং ৬২ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের এখন পেস বোলিংয়ের অন্যতম ভরসা তিনি।