পাকিস্তান ক্রিকেট দলের উপর পরিবর্তনের একটা ঝড় বইছে। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন শুরুর উদ্দেশ্যে মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর এবং ওয়াহাব রিয়াজকে নির্বাচক পদে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু মাস দুয়েকের ব্যবধানে বাদ দেয়া হলো হাফিজকে, তবে নির্বাচক পদে বহাল আছেন ওয়াহাব।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই সিদ্ধান্তে মোটেই খুশি নন ইনজামাম উল হক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার জন্য এক জনকে কাঠগড়ায় তোলার হলো অথচ আরেক জনকে রাখা হচ্ছে এসবের উর্ধ্বে – এমন বৈষম্য মেনে নিতে পারছেন না তিনি।
স্থানীয় একটি চ্যানেলে আলোচনা করার সময় এই কিংবদন্তি বলেন, ‘ওয়াহাব রিয়াজ নির্বাচক হিসেবে রয়ে গেলে কিন্তু মোহাম্মদ হাফিজকে বাদ দেয়া হলো, এর পিছনের কারণ কি, সেটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? দু’জন তো একই সময়ে দায়িত্ব পেয়েছিলেন, তাহলে হাফিজ একা কেন মূল্যায়িত হবেন?’
তাঁর মতে, সাবেক অধিনায়কদের প্রতি ক্রিকেট কর্তারা যথেষ্ট সম্মান প্রদর্শন করেন না; এমনটা আর কোন দেশে হয় না। সাবেকদের প্রতি শ্রদ্ধার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘পিসিবি চেয়ারম্যান অবশ্যই সম্মানের একটি পদ, কিন্তু সাবেক অধিনায়ক যারা দলের জন্য অন্ত প্রাণ তাঁরা কি বোর্ডের কাছ থেকে আরও বেশি সম্মান প্রাপ্য নন?’
এরপর নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা জানান এই তারকা ব্যাটার। তিনি বলেন, ‘পিসিবি অফিসে আমাদের একটি মিটিং নির্ধারিত হয়েছিল। আমি তখন সালমান নাসির এবং আলিয়া রশিদের সাথে সেখানে গিয়ে চেয়ারম্যানের জন্য বসেছিলাম। কিন্তু তিনি ফোন করে নাসির এবং আলিয়াকে তাঁর সাথে দেখা করার জন্য ডাকেন। এবং আমাকে অপেক্ষা করতে বলেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক দুঃখ ভরা কণ্ঠে বলেন, ‘সেদিন অপেক্ষা করার পরেও আমার সাথে পিসিবি চেয়ারম্যানের দেখা হয়নি, কারণ তিনি আমার সাথে দেখা করতে চাননি। আলিয়া কিছুক্ষণ পরে ফিরে এসে আমাকে তাঁদের মিটিংয়ের কথা জানিয়েছিল।’