দামামা বেজে উঠেছে এশিয়া কাপের, দরজায় কড়া নাড়ার অপেক্ষায় আছে বিশ্বকাপ। তাই তো সবাই গুছিয়ে নিচ্ছে দল, সাজাচ্ছে পরিকল্পনা। তবে উল্টো চিত্র পাকিস্তানে, দল সাজানো তো দূরের কথা এখনো প্রধান নির্বাচক কাকে করা হবে সেই সিদ্ধান্তও নিতে পারেনি তাঁরা।
সম্প্রতি হারুন রশিদ এই পদ থেকে সরে যাওয়ার পর যোগ্য প্রার্থী খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত কয়েকদিনে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে জাকা আশরাফের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড।
মূলত বড় দুই আসরকে সামনে রেখে এই অলরাউন্ডারকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছে তাঁরা। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন হাফিজ, আপাতত তৃণমূল পর্যায়ে ক্রিকেট নিয়ে কাজ করতেই বেশি আগ্রহ তাঁর।
মোহাম্মদ হাফিজ চেয়ারে বসে অফিসিয়াল কাজ করার চেয়ে মাঠে থাকতেই বেশি পছন্দ করেন। তাই তো তরুণ ক্রিকেটারদের টেকনিক্যাল এবং মানসিক বিকাশে অবদান রাখার দিকে মনোনিবেশ করার দিকে নজর দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও সুযোগ পেলে খেলেন এই ডানহাতি, তাই আপাতত বোর্ডের প্রস্তাবে রাজি হননি এই তারকা।
আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফকেও প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তবে বর্তমান কাজের অজুহাতে তিনি মানা করে দিয়েছেন। অন্যদিকে উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান দায়িত্ব নিতে চাননি ছেলে আজম খানের ভবিষ্যতের কথা ভেবে।
অনানুষ্ঠানিকভাবে এই কিংবদন্তির আগ্রহ জানতে চেয়েছিল বোর্ড কর্তারা। তবে মঈন খান মনে করেন তিনি দায়িত্ব গ্রহণ করলে তাঁর ছেলের উপর বাড়তি চাপ পড়বে। এশিয়া কাপ এবং বিশ্বকাপ ঘনিয়ে আসায় একজন উপযুক্ত প্রধান নির্বাচকের সন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট দলের জন্য।
কিন্তু, এখন পর্যন্ত তেমন কাউকে পাওয়া যায়নি। বড় মঞ্চে দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারলে সমালোচনার মুখোমুখি হতে হবে এমন ভয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটার পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানা গিয়েছে।
অবশ্য বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ আইসিসির সভায় যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা বন্ধ আছে। আশা করা হচ্ছে, দেশে এসে আগামী কয়েক দিনের মধ্যে কিছু প্রাক্তন তারকা ক্রিকেটারের সাথে তিনি দেখা করবেন এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
পিসিবি মূলত এখন আধুনিক ক্রিকেট সম্পর্কে জানাশোনা আছে এমন মানুষদের বোর্ডের বিভিন্ন দায়িত্বে দেখতে চায়। তাই তো মিসবাহ উল হক দের মত সাবেক ক্রিকেটারদের শীঘ্রই গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।