বল হাতে তুলে নিয়ে টানা দুই পেনাল্টির প্রহসন!

কেউ বলছেন পাড়ার খেলা, কেউ বলছেন কৃষক লিগ। জার্মান লিগের এক ম্যাচকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বানানো হচ্ছে মিম, সাথে চলছে ট্রল।

কেউ বলছেন পাড়ার খেলা, কেউ বলছেন কৃষক লিগ। জার্মান লিগের এক ম্যাচকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বানানো হচ্ছে মিম, সাথে চলছে ট্রল।

ঘণ্টা বুন্দেসলিগা দুই-এর। এফসি ম্যাগডেনবার্গ ও এসপিভিজিজি গ্রেউথার ফুয়ের্থের মধ্যকার ম্যাচে ঘটে অদ্ভুত এক ঘটনা। সেখানে দুটি হাস্যকর পেনাল্টি মিম সংস্কৃতির কেন্দ্রে পৌঁছে গেছে।

ম্যাচের ১২ মিনিটের দিকে ফুয়ের্থের গোলরক্ষক ন্যাহুয়েল নল বল হাতে করে বাড়িয়ে দেন ফুলব্যাক গিদিয়ন ইউংয়ের দিকে।

তবে তিনি স্বভাবসুলভ ফুটবলারের মতো তা পা দিয়ে রিসিভ করলেন না। বরং তিনি বল হাতে তুলে নেন। ধারাভাষ্য কক্ষের কথা এই যে ইউং হয়তো বা ভেবেছেন বল খেলার বাইরে।

সাথে সাথেই রেফারি বাস্তিয়ান ডানকার্ট ১৩ তম মিনিটে বাঁশিতে ফু দেন। ফুটবলীয় আইনে নিজের বক্সে বল ধরার একটাই শাস্তি তা হল পেনাল্টি।

ম্যাগডেনবার্গের মোহাম্মদ এল হানিকুরি পেনাল্টি নিতে আসলেও তা রুখে দেন নল। তবে সে রিফ্লেক্সে আবারও বক্সে হানিকুরি পাস পেয়ে যান। এবার গোল করেন তিনি।

ম্যাচে আরও একবার পেনাল্টি এসেছিল। তবে এবার ম্যাগডেনবার্গের পক্ষে না বরং ফুয়ের্থের পক্ষে। ৪০ মিনিটের দিকে ফুয়ের্থ বক্সের বাইরে থেকে শট নেয়। যা রুখতে ম্যাগডেনবার্গ রক্ষনের জিন হ্যুগোনেট ব্লক করতে উদ্যত হন। এতে হয়ে যায় এক নোংরা ট্যাকল।

রেফারি বাঁশিতে ফু দিতে দেরি! তার আগেই বক্সে গড়িয়ে চলা বল হাতে তুলে নেন হ্যুগোনেটের সতীর্থ ড্যানিয়েল হেবার। কিন্তু, বল যে তখনও খেলায়। রেফারিও তাই হাত বাড়িয়ে বাঁশিতে দিলেন ফু। এবার আর ফাউল ডেকে ফ্রি-কিক না বরং সরাসরি পেনাল্টি।

৪২ তম মিনিটে ফুয়ের্থের জুলিয়ান গ্রিন বল জড়ায় গোলে। খেলা শেষ হয় ২-২ ড্র’তে। ফুটবল জগত বড়ই বৈচিত্র্যময়। এই ম্যাচও তেমনই এক অধ্যায় যেন।

Share via
Copy link