ফিল সল্ট নামের ‘পানি’

২০০ রান না করতে পারার আক্ষেপ এমনিতেই ছিল কলকাতার। সেই আক্ষেপের ব্যাথায় ‘সল্ট’ ছিটিয়ে দিলেন ফিল। বিরাট কোহলির সাথে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র মধ্যেই দলের স্কোর বোর্ডে যোগ করলেন ৮০ রান।

ফিল সল্ট পানির মত, যখন যে পাত্রে যান – তারই আকার ধারণ করেন। গেল বার কলকাতা নাইট রাইডার্সে ছিলেন, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। তবে, তাঁর পরিচয় পাল্টায়নি। আরসিবির হয়ে অভিষেক ম্যাচেই তিনি সেটা বুঝিয়ে দিলেন। কলকাতাও হাড়ে হাড়ে টের পেল কি অমূল্য রত্নকে তাঁরা ছেড়ে দিয়েছে।

কেকেআরের জন্য ফিল সল্টকে রিটেইন করার সুযোগ ছিল। তাঁরা সেটা করেনি। তাতে অবশ্য ফিল সল্টের তেমন কোনো ক্ষতি হয়নি। আকাশচুম্বি দরে তাঁকে দলে দিয়েছে বিরাট কোহলির দল। আর প্রথম ম্যাচে মাঠে নেমেই নিজের কার্যকারিতা বুঝিয়ে দিয়েছেন তিনি।

২০০ রান না করতে পারার আক্ষেপ এমনিতেই ছিল কলকাতার। সেই আক্ষেপের ব্যাথায় ‘সল্ট’ ছিটিয়ে দিলেন ফিল। বিরাট কোহলির সাথে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র মধ্যেই দলের স্কোর বোর্ডে যোগ করলেন ৮০ রান।

আরসিবির ইতিহাসেই এটা পাওয়ার প্লে-তে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। সল্ট তখন আরসিবির হয়ে নিজের প্রথম হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। সপ্তম ওভারে গিয়ে দেখা পান ফিফটির, ২৫ তম ডেলিভারিতে।

শেষ অবধি ৩০ বলে ৫৬ রান করেন ফিল সল্ট। উদ্বোধনী জুটি থেকে আসে ৯৫ রান। সেটাও মাত্র ৮.৩ ওভারে। ১৭৫ রানের লক্ষ্যে এর চেয়ে বেশি কিছু দরকার ছিল না আরসিবির। নিজের কাজে তাই ফিল সল্টকে শতভাগ সফলই বলা যায়!

 

Share via
Copy link