বিরাট কোহলি আউট মানেই যেন ভারতীয় সমর্থকদের হৃদয়ে ঝড়। কিন্তু এবার ঝড়টা উঠেছে একটু অন্যভাবে। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস দুর্দান্ত এক ক্যাচে কোহলিকে সাজঘরে ফেরানোর পর সামাজিক মাধ্যমে ফুঁসে উঠলেন কোহলি-ভক্তরা।
তবে মজার ব্যাপার? আসল গ্লেন ফিলিপসের বদলে গালির বন্যায় ভেসে যাচ্ছে ‘ফিলিপস’ নামের এক টেকনোলজি কোম্পানি! ক্রিকেট ভারতীয়দের কাছে শুধু খেলা নয়, রীতিমতো ধর্ম। আর বিরাট কোহলি তো এই ধর্মের অন্যতম দেবতা! তাই তিনি আউট হলেই শুরু হয় ‘প্রতিশোধের’ অভিযান। গ্লেন ফিলিপসের সেই দুর্দান্ত ক্যাচের পর ইনস্টাগ্রামে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সমর্থকরা।
কিন্তু আসল গ্লেন ফিলিপসের বদলে বেহুদাই গালি খেতে থাকল ‘ফিলিপস’ কোম্পানির অফিসিয়াল পেজ! যারা মূলত স্বাস্থ্যখাতে কাজ করে, নিত্যনতুন প্রযুক্তি আবিষ্কারে ব্যস্ত—তারা এখন কোহলি-ভক্তদের রোষানলে!
এটাই প্রথম নয়। রঞ্জি ট্রফিতে কোহলিকে বোল্ড করেছিলেন রেলওয়ে দলের পেসার হিমাংশু সাংওয়ান। মুহূর্তেই হাজার খানেক ‘হেট কমেন্ট’ নামিয়ে দিল কোহলি-ভক্তরা। কিন্তু মুশকিল হল, ইনস্টাগ্রামে সেই পেসারের কোনো আইডিই ছিল না! গালির শিকার হলেন এক নিরীহ ব্যক্তি, যিনি শেষমেশ লাইভে এসে বোঝাতে বাধ্য হলেন যে, তিনি ক্রিকেটার নন!
এমন ঘটনা কম হয়নি। যেকোনো দেশের যে-ই কোহলিকে আউট করুক, তাকে নিয়েই তেড়েফুঁড়ে ওঠেন ভারতীয়রা। মাঝে মাঝে ভুল করেও গালাগাল করে বসেন নিরীহ মানুষদের। আবেগ তো থাকবেই, কিন্তু সেটাকে একটু সংযত করলেই হয়তো আরেকজনের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে না!