আইপিএল বনাম পিএসএল – চ্যাম্পিয়ন্স ট্রফির সুবাদে ফ্রাঞ্চাইজি দুনিয়ার দারুণ একটা দ্বৈরথের দেখা মিলেছে। আর এজন্য আইপিএলে দল পাওয়া বিদেশী ক্রিকেটারদের খেলা হচ্ছে না পিএসএলে, আর যারা আইপিএলে দল পাননি তাঁরাই মূলত খেলছেন পিএসএলে।
কিন্তু আইপিএলের দলগুলো বদলি হিসেবে বেশ কিছু ক্রিকেটারকে স্কোয়াডে ভেড়াতে পারে, আর সেটা হলে পিএসএলের আহ্বান প্রত্যাখ্যান করে ভারতে পা রাখবেন বেশ কয়েকজন তারকা।
- ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া)
সাম্প্রতিক সময়ে সাদা বলে ধারাবাহিক পারফরমার হয়ে উঠেছেন ম্যাথু শর্ট। তবে আইপিএলের মেগা নিলামে দল পাননি তিনি, পরবর্তীতে ইসলামবাদ ইউনাইটেড চুক্তি করে তাঁর সঙ্গে। কিন্তু মিচেল মার্শের ইনজুরির কারণে লখনৌ সুপার জায়ান্টস এই ব্যাটারকে বদলি হিসেবে নিতে আগ্রহী।
টি-টোয়েন্টিতে ১৫০ স্ট্রাইক রেটে প্রায় ৩০০০ রান করা এই ওপেনার উড়ন্ত সূচনা এনে দিতে সিদ্ধহস্ত; আবার বল হাতেও অবদান রাখতে পারেন। তাই তিনি হতে পারেন লখনৌর জন্য এক্স ফ্যাক্টর, আর দু’পক্ষ সমঝোতায় আসলে পিএসএল নয় বরং আইপিএলেই দেখা যাবে সর্টকে।

- মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)
২০২৪ সালের বড় একটা সময় মাঠের বাইরে ছিলেন মাইকেল ব্রেসওয়েল। তাই নিলামে তাঁর জন্য বিড করেনি কেউই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যেভাবে পারফরম করেছেন সেটা মুগ্ধ করেছে ফ্রাঞ্চাইজিগুলোকে। বিশেষ করে টি-টোয়েন্টি তাঁকে পরিপূর্ণ অলরাউন্ডার ভাবা যায়, সেজন্যই লখনৌ বা দিল্লি ক্যাপিটালস ব্রেসওয়েলকে দলে ভেড়ালে অবাক হওয়ার কারণ নেই।
এবং এমনটা যদি বাস্তব হয় তাহলে কপাল পুড়বে মুলতান সুলতানসের। আইপিএলে ডাক পেলে কিউই তারকা সেখানেই যাবেন।

- আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
ড্রাফট থেকে পেশওয়ার জালমি বেছে নিয়েছিল আলজারি জোসেফকে। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ হতে পারে যদি এই ক্যারিবীয় পেসার ডাক পান আইপিএলে। জশ হ্যাজলউডের চোটের পর সেই সম্ভাবনা অবশ্য অনেকটা বেড়ে গিয়েছে।
আইপিএল রেকর্ড অবশ্য আহামরি নয় জোসেফের; ২২ ম্যাচে ২১ উইকেট পেয়েছেন তিনি, ইকোনমি সাড়ে নয়ের বেশি। কিন্তু তাঁর উইকেট নেয়ার সামর্থ্য চোখে পড়ার মত, ভাল পেস জেনারেট করতে পারেন। তাই বদলি হিসেবে তাঁকে দলে নিতে পারে ব্যাঙ্গালুরু। সেক্ষেত্রে পেশওয়ারকে আবারো খুঁজতে হবে নতুন কোন পেসারকে।











