ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলোক রোশনাইয়ের কোন কমতি হয় না। কিন্তু কিছু অভাগার কপালে সেই রোশনাইয়ের আলো পড়ে না। এবারও হয়ত এমন ভাগ্য বরণ করতে হবে বেশ কিছু ভারতীয় তারকা ক্রিকেটারকে। তাদের নিয়েই থাকছে আজকের আয়োজন।
- আজিঙ্কা রাহানে
২০২৩ সালের আইপিএলে দুর্দান্ত কামব্যাক করেছিলেন আজিঙ্কা রাহানে। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালে আবার হুট করেই মুখ থুবড়ে পড়েছিলেন রাহানে। বয়সও হয়েছে তার। এই মুহূর্তে তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করার ফ্রাঞ্চাইজি প্রায় নেই বললেই চলে। তাই তো রাহানে হয়ত থেকে যাবেন দল বঞ্চিত।
- ইশান্ত শর্মা
এক সময়ের এক্সপ্রেস পেসার ইশান্ত শর্মা হারিয়েছেন তার জৌলুস। গতির ধার কমেছে, বেড়েছে বয়স। গেল মৌসুমে ১০ উইকেট পেয়েছিলেন ৯ ম্যাচ খেলে। তাকেও দলে নেওয়ার বিশেষ কোন কারণ নেই ফ্রাঞ্চাইজিগুলোর সামনে। ইশান্তকে খেলোয়াড় নয় দেখা যেতে পারে অন্য কোন রোলে।
- উমেশ যাদব
গেল মৌসুমটা বড্ড সাদামাটা কেটেছে উমেশ যাদবের। গুজরাট টাইটান্সের হয়ে ৭ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। এই সময়ে ৮টি উইকেট শিকার করেছেন। চমকপ্রদ কিছু তিনি করতে পারেননি। তাছাড়া সাম্প্রতিক পারফরমেন্সও তার পক্ষে নেই।
- সরফরাজ খান
ভারতীয় ক্রিকেটে বহুল আলোচিত এক নাম সরফরাজ খান। প্রথম শ্রেণি ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু টেস্ট বাদে অন্য কোন ফরম্যাটে আশার প্রদীপ জ্বালাতে পারেননি সরফরাজ। গেল আসরেও তিনি ছিলেন দল শূন্য। এবারের আসরেও তিনি দল পাবেন না বলেই সন্দেহ।
- মোহিত শর্মা
একটা প্রত্যাবর্তনের রূপকথা লিখেছিলেন মোহিত শর্মা। ২০২৩ মৌসুমে গুজরাট টাইটান্সের জার্সিতে ঝড় তুলেছিলেন মোহিত। ১৪ ম্যাচে ২৭ উইকেট বাগিয়েছিলেন তিনি। কিন্তু ঠিক তার পরের মৌসুমে মাত্র ১৩টি উইকেট জুটেছে তার কপালে। পারফরমেন্সের এই নিম্নমুখী গ্রাফ ফ্রাঞ্চাইজিদের নিরুৎসাহিত করতে পারে তার প্রতি।