আধুনিক ক্রিকেটে বিতর্কের অন্যতম জনপ্রিয় একটি বিষয় ফ্রাঞ্চাইজি লিগ নাকি আন্তর্জাতিক সিরিজ। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এই বিষয় সামনে আসে; কেউ একদিকে অবস্থান নিলে অন্য আরেকজন আবার অন্য পক্ষে যুক্তি দেন।
সর্বশেষ এসব আলোচনায় যোগ দিয়েছেন রিকি পন্টিং, জানিয়েছেন নিজের অবস্থান আর চিন্তা ভাবনার কথা। তিনি প্রথমেই শক্তিশালী বোর্ড গুলোর নমনীয় অবস্থার কথা তুলে ধরেন। তাঁর মতে, এর ফলে ক্রিকেটে একটা বিপদজনক অবস্থার সৃষ্টি হয়েছে।
এই তারকা বলেন, ‘হ্যাঁ, খেলাটা এখন একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। দশ বিশ বছর আগে কিছু টেস্ট-খেলুড়ে দলকে যে অবস্থানে ভাবা হতো তাঁদের সেই অবস্থান এখন আর নেই। খেলোয়াড়দের ওপর তাঁরা নিয়ন্ত্রণ হারিয়েছে।’
সেজন্য অবশ্য ক্রিকেটারদের পুরোপুরি দোষ দিতে রাজি নন তিনি; তাঁর মতে, ক্রিকেটারদের ক্রীড়া জীবন খুবই ছোট। তাই বিশ্বজুড়ে যখন বিলাসি সব লিগ চলমান আছে তখন তাঁদের জন্য জাতীয় দলকে পাশে সরিয়ে সেখানে যাওয়া স্বাভাবিক ব্যাপার।
এক্ষেত্রে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এনওসি ও অনাপত্তিপত্র দেওয়ার নীতি পছন্দ হয়েছে অজি কিংবদন্তির। তিনি বলেন, ‘পাকিস্তানের মডেল আমাকে বেশ অবাক করেছে, দেশটির বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রতি মৌসুমে সম্ভবত দুইটি বিদেশি লিগে খেলার অনুমতি দেয়।’
অবশ্য এনওসি নিয়ে কঠোর হলে সেটা হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন সাবেক এই ব্যাটার। এমনকি ফুটবলের মত ক্রিকেটেও ক্লাবের দৌরাত্ম বেড়ে যেতে পারে, ক্লাবের অধীনে ক্রিকেটাররা থাকবেন কেবল আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে খেলতে আসবেন।
যদিও পিসিবি তাঁদের নিজের জায়গাতে অনড়, সংস্থাটির সভাপতি মহসিন নাকভি ‘দুই লিগ’ নীতি চালিয়ে যেতে চান। ক্রিকেটাররা যেন দেশের ক্রিকেটকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সেদিকে নজর রাখবেন তিনি। এমনকি পিসিবির কর্মকর্তারাও যেন অন্য কোথাও বেশি সময় না দিয়ে বরং ক্রিকেটের উন্নয়নে কাজ করে সেই নির্দেশ দিয়ে রেখেছেন তিনি।