বাকিতে ব্যাট কিনে মূল্য পরিশোধ করেননি পাকিস্তানি এক ক্রিকেটার – এমনই এক অভিযোগ আলোড়ন তুলেছে দেশটির ক্রিকেটাঙ্গনে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা, পাকিস্তান দল তখন আমেরিকায়। সেসময় নিউ জার্সির একটা স্পোর্টস দোকান থেকে প্রিমিয়াম ব্যাটের অর্ডার দিয়েছিলেন অভিযুক্ত সেই ক্রিকেটার, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর মূল্য শোধ করেননি তিনি।
পাকিস্তানের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে জানা গিয়েছে এসব তথ্য। ক্রিকেটারের নাম প্রকাশ না করে তাঁরা লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি দোকান থেকে তিনটি প্রিমিয়াম ব্যাট কিনেছিলেন একজন ক্রিকেটার। দোকানের মালিক নিজে ব্যাটগুলো নিউ ইয়র্কে পৌঁছিয়ে দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত ব্যাটের মূল্য পরিশোধ করেননি তিনি।’
এছাড়া দেশটির নির্ভরযোগ্য একজন সাংবাদিক এক্স একাউন্টে একই তথ্য দিয়েছেন। তিনিও অবশ্য নাম উল্লেখ করেননি, নামের পরিবর্তে লিখেছেন ‘জনপ্রিয়’ ক্রিকেটার।
তাঁর সেই পোস্টে লেখা, ‘গত বছর বিশ্বকাপের সময় আমাদের পাকিস্তানের একজন জনপ্রিয় ক্রিকেটার নিউ জার্সির একটা দোকান থেকে ব্যাট অর্ডার করেছিল। বেচারা দোকানদার নিজে সেগুলো নিউ ইয়র্কে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু তিনি এখনো পেমেন্টের জন্য অপেক্ষা করছেন, তাঁর ফোনও ধরছেন না সেই ক্রিকেটার। খুবই দুঃখজনক।’
এমন বিব্রতকর অভিযোগ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে – চায়ের দোকান থেকে ইন্টারনেট দুনিয়া সর্বত্র এখন আলোচনা চলছে এ নিয়ে। কে হতে পারেন অভিযুক্ত ক্রিকেটার সেটা নিয়ে নানারকম জল্পনা শোনা যাচ্ছে।
তবে সবাই একমত যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত দ্রুত সেই ক্রিকেটারকে খুঁজে বের করে সমস্যার সমাধান করা।